এবারও সিলেট থেকে হজের পাঁচটি ফ্লাইট পরিচালিত হবে। আগামীকাল বুধবার (১৪ মে) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে হজের ফ্লাইট শুরু হবে। ৪১৮ জন হজযাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
মঙ্গলবার (১৩ মে) এসব তথ্য জানিয়েছেন হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চেয়ারম্যান মো.আব্দুল হক। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, গতবারের ন্যায় এবারও সিলেট থেকে ৫টি হজ ফ্লাইট পরিচালিত হবে। বুধবার,(১৪মে) প্রথম ফ্লাইটের পর ২৩, ২৫, ২৬ ও ২৯ মে বিমানের আরও চারটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। এ বছর সিলেটের হজযাত্রী হচ্ছেন ২ হাজার ৬৭৫ জন। এর মধ্যে ৫টি ফ্লাইটে সিলেট এয়ারপোর্ট থেকে যাবেন ২ হাজার ৯০ জন। বাকি ৫৮৫ জন যাবেন ঢাকা এয়ারপোর্ট থেকে।
মো.আব্দুল হক আরও জানান, এবারো যাত্রীদের দুই দেশের ইমিগ্রেশন হবে ঢাকাতে। তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হজ কোটা ব্যবস্থাপনায় এজেন্সিপ্রতি এক হাজার যাত্রী বেঁধে দেওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে এতে তেমন বেগ পেতে হয়নি এজেন্সিগুলোকে। এজেন্সিগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে নিয়েছে।
আগামীতে নির্ধারিত সংখ্যা আরও বাড়ালেও সমস্যার সৃষ্টি হবে না, এবারের মতোই সমন্বয় করে নেওয়া হবে। ধর্মমন্ত্রণালয় অনুমোদিত সিলেটের ৩০টি হজ এজেন্সি থাকলেও ২১টি এজেন্সি হাজি নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেছে। সিলেট থেকে সরকারিভাবে নিবন্ধনকারী হজযাত্রী হচ্ছেন ৩৩ জন।
এমএইচ/