প্রত্যেক ফরজ নামাজের সালামের পর তিনবার আস্তাগফিরুল্লাহ (أَستَغْفِرُ الله)ও নিম্ন বর্ণিত দোয়াটি পাঠ করা। ) اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ অর্থ : ‘হে আল্লাহ! তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী।(আবু দাউদ, হাদিস : ১৫১২)
হযরত শাওবান রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ থেকে মুখ ফেরাতেন তখন তিনি তিনবার ইস্তেগফার(أَستَغْفِرُ الله)পড়তেন।
কেও ইমাম আওযায়ী (রহ.) কে জিজ্ঞেস করলেন ইস্তেগফার কিভাবে পড়তেন তখন তিনি বলেন- أَستَغْفِرُ الله أَستَغْفِرُ الله- أَستَغْفِرُ اللهবলতেন।
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই দোয়াটি পড়তেন
اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
(মুসলিম শরীফ _ ১খন্ড, আল-আযকার :৭১)
এমএন/