বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

নামাজে ভুলে এক সেজদা করলে করণীয় কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নামাজের কোনো রাকাতে ভুলে এক সেজদা করলে তার করণীয় হলো- স্মরণ হওয়ার পর দ্বিতীয় সেজদাটি আদায় করা। কারণ নামাজের প্রতি রাকাতে উভয় সেজদাই ফরজ। এর কোনো একটি ছুটে গেলে শুধু সাহু সেজদা করা যথেষ্ট নয়। বরং এক্ষেত্রে নিয়ম হলো স্মরণ হওয়ার পর ছুটে যাওয়া সেজদা আদায় করা, এরপর বাকি নামাজ যথানিয়মে পূর্ণ করা এবং নামাজ শেষে সাহু সেজদা করা। (কিতাবুল আসল: ১/২০৬; আলমাবসুত, সারাখসি: ১/২২৩-২২৬)

ইমাম সাহেব যদি এমন ভুল করে থাকেন, মুসল্লিরা লোকমা দেবেন। মুসল্লিদের লোকমা দেওয়ামাত্রই নামাজপরিপন্থী অন্য কাজ করার আগে ইমাম সাহেব ভুলবশত ছেড়ে দেওয়া সেজদাটি আদায় করবেন। অতঃপর তাশাহুদ পাঠ করে নিয়মমাফিক সাহু সেজদা করবেন তথা একদিকে সালাম ফিরিয়ে দুই সেজদা করবেন। তারপর নিয়মতান্ত্রিক তাশাহুদ, দরুদ শরিফ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। (রদ্দুল মুহতার: ২/১৯২, ফতোয়ায়ে মাহমুদিয়া: ২/২২২)

উল্লেখ, কেউ এক রাকাতে ভুলে তিন সেজদা দিলে সাহু সেজদা ওয়াজিব হয়ে যাবে। সাহু সিজদা আদায় না করলে, নামাজ পুনরায় পড়তে হবে। হজরত আতা রহ. বলেন, ‘যদি তুমি নিশ্চিত হও যে, কোনো রাকাতে তিনটি সেজদা করেছ, তবে নামাজ পুনরায় পড়বে না; বরং সাহু সেজদা করে নিবে।’ (মুসান্নাফ আব্দুর রাজ্জাক: ৩৫২৪; আল-মুহিতুল বুরহানি: ২/৩০৮; কিতাবুল আছল: ১/২১১; বাদায়েউস সানায়ে: ১/৪০১)

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ