শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

ইমাম ভুল করলে 'লোকমা' দেওয়ার সঠিক পদ্ধতি কোনটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি যুবাইর মাহমুদ রাহমানি ||

নামাজে ইমাম রাকাতে ভুল করলে আমরা ‘আল্লাহু আকবর’ বলে লোকমা দিই। এবং এ নিয়মটিই আমাদের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। অথচ এ নিয়মটি যে সুন্নাহসম্মত নয়, এ সম্পর্কে আমরা অনেকেই  ওয়াকিবহাল নই। তাই এ সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করব, ইনশাআল্লাহ। 

হাদিসে পাকে এসেছে,

«إِذَا رَابَكُمْ أَمْرٌ، فَلْيُسَبِّحِ الرِّجَالُ، وَلْيُصَفِّحِ النِّسَاءُ»

অর্থাৎ নামাজে যখন তোমাদের কোন সংশয় হয়, তখন পুরুষরা যেন ‘সুবহানাল্লাহ’ বলে ইমামকে সতর্ক করে আর নারীরা (হাতের পিঠে) তালি বাজায়। 
(সহিহুল বুখারি; হাদিস নং ৭১৯০) 

তিরমিজি শরিফের হাদিসে এসেছে, 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قال قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: التَّسْبِيحُ لِلرِّجَالِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ.

‘তাসবিহ তথা সুবহানাল্লাহ বলা হচ্ছে পুরুষদের জন্যে আর তাসফিক তথা তালি বাজানো নারীদের জন্যে।’ (সুনানুত্ তিরমিজি হাদিস নং ৩৬৯)

 সুতরাং ইমামকে ‘লোকমা’ দেওয়ার সঠিক নিয়ম হল, ‘আল্লাহু আকবর’ এর পরিবর্তে ‘সুবহানাল্লাহ’ বলা। সুবহানাল্লাহ বলে লোকমা প্রদান করা। 

আর এটা যুক্তিসঙ্গতও। কারণ, ইমাম এমন কোন বড় কাজ করেননি যে, এক্ষেত্রে আমরা ‘আল্লাহু আকবর’ বলে বুঝাবো, আল্লাহ তায়ালা তার চাইতে বড়। বরং ইমাম ভুল করেছেন। সুতরাং এখানে সুবহানাল্লাহ বলাই মুনাসিব। যখন মুক্তাদি সুবহানাল্লাহ (আল্লাহ সকল দোষত্রুটি থেকে পবিত্র) বলবে, তখন ইমাম চিন্তা করবেন, নিঃসন্দেহে আমার কোন ভুল হয়েছে। না হয় মুক্তাদি ‘সুবহানাল্লাহ’ বলে সতর্ক করছেন কেন?

আল্লাহ তায়ালা আমাদেরকে সহিহ তরিকামতে আমল করার তাওফিক দান করুন। আমিন।

লেখক : মুহাদ্দিস, জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম, তজুমদ্দিন, ভোলা।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ