শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ।। ৪ মাঘ ১৪৩১ ।। ১৮ রজব ১৪৪৬


যে দোয়া পড়লে যানবাহনে নিরাপদ থাকবেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা নুর আলম বিন শাহ জাহান ||

যানবাহনে আরোহণের দোয়া -

سُبْحَـٰنَ ٱلَّذِى سَخَّرَ لَنَا هَـٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقْرِنِينَ,وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ

উচ্চারণ : সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা-মুনকলিবুন (সূরা যুখরুফ ১৩-১৪)

অর্থ : মহান আল্লাহর পবিত্রতা যিনি একে (বাহন) আমাদের অধীন করে দিয়েছেন, অথচ আমরা একে অধীন করতে সক্ষম ছিলাম না। আমরা আমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তনকারী।

উপকার: যেকোনো যানবাহনে চড়ার সময় দোয়া পাঠ করে নিলে বিভিন্ন বিপদ-আপদ থেকে নিরাপদে থাকা যায় । আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যানবহনে আরোহণের দোয়া পাঠ করতেন । সাহাবায়ে কেরামও পাঠ করতেন ।

আমল-
আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, নবী সা. সফরের উদ্দেশে বের হয়ে সওয়ারির ওপর পা রেখে তিনবার তাকবির (আল্লাহু আকবার) বলতেন। তারপর এই দোয়া পড়তেন।

উক্ত দোয়া পশু ও যান্ত্রিক যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে হাদিসের অনুসরণ ও অনুকরণে যথাযথ আমল করার তাওফিক দান করুন। চলার পথে যানবাহনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও বিপদ-আপদ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ