জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুকের সঙ্গে বৃহস্পতিবার (১৫ মে) বৃহত্তর উত্তরা জোনের জমিয়ত নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জমিয়তের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান, যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারী, দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মুহিউদ্দিন মাসুম, নির্বাহী সদস্য মাওলানা নুরুল ইসলাম, নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান, যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।
এসময় ছদরে জমিয়ত মাওলানা উবাইদুল্লাহ ফারুক জমিয়তের সোনালি ইতিহাস ঐতিহ্য ও অবদানের কথা উল্লেখ করে আগামী দিনে জমিয়তের কাজকে সর্বসাধারণের কাছে পৌঁছানোর গুরুত্বারোপ করেন এবং উলামায়ে কেরামকে নিজেদের অবস্থান উপলব্ধি করে জাতিকে নেতৃত্ব দেওয়ার মাক্বামে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
সবশেষে আগামী ১৮, ২০, ২১, ২২, ২৫, ২৬, ২৮ মে উত্তরা জোনের সকল থানায় ছদরে জমিয়তের উপস্থিতিতে যথারীতি থানা কমিটির সাথে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএইচ/