শুক্রবার, ১৬ মে ২০২৫ ।। ১ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ১৮ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ফজলুর রহমানের বক্তব্য প্রত্যাহারের দাবী সাধারণ আলেম সমাজের ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যেন রাস্তায় উঠতে না পারে: পীর সাহেব চরমোনাই  বাংলাদেশে আরাফার রোজা কবে? মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত সরকারের জন্য ঠিক হবে না: খেলাফত মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত দেশবাসী মেনে নেবে না: জমিয়ত আলেমদের শত্রু বানালে পরিণতি হবে ফ্যাসিস্টদের মতো, বিএনপিকে হেফাজত আ.লীগের ভুল সিদ্ধান্তে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ: ফখরুল গাজায় আজ ইসরায়েলি হামলায় নিহত ১০৩ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ‘স্বতন্ত্রতা বজায় রেখেও কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন সম্ভব’

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পশ্চিমের ‘তরবিয়তী বৈঠক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পশ্চিম শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৫ মে) ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ডিসি অফিস সংলগ্ন অনুভব কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা শাখার নির্বাহী দায়িত্বশীলদের নিয়ে ‘তরবিয়তী বৈঠক’ অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মুফতী সারওয়ার হুসাইনের সভাপতিত্বে ও শাখা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু নাঈম- এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শাখা সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে হেদায়েতী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন -ময়মনসিংহ বড় মসজিদের পেশ ইমাম ও খতিব, জামিয়া ফয়জুর রহমান (রহ) এর মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা আব্দুল হক হাফি:।

নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ্ হাদী, কেন্দ্রীয় বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুমিন।

সর্বশেষ উপজেলা শাখার উদ্দেশ্যে জেলা শাখার পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন- শাখা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুর্শিদ আলম। 

মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের ময়মনসিংহ জেলা পূর্ব শাখার সভাপতি মুফতী রফিকুল ইসলাম, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাদেক আহমদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ