বুধবার, ১৪ মে ২০২৫ ।। ৩১ বৈশাখ ১৪৩২ ।। ১৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইশরাককে মেয়র পদে শপথ করানোর দাবিতে বিক্ষোভ উদ্যোগী সরকার, এবার মিলবে কি কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য? ঢাবি ছাত্রদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ লংমার্চ টু যমুনা: ক্যাম্পাসে জড়ো হচ্ছেন জবি শিক্ষার্থীরা সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ২ দিনের রিমান্ডে মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি: ঢাবি ছাত্রশিবির সাম্য হত্যার বিচার চাইলেন সারজিস যুদ্ধবিরতির মধ্যে ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির মধ্যে ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চললেও ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা কমছে না। দেশ দুটির সরকার নিজ দেশে পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে নিযুক্ত এক ভারতীয় কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করেছে পাকিস্তান। এর ফলে ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।

এর আগে ভারতও একই পদক্ষেপ নেয়। দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মকর্তা তার কূটনৈতিক দায়িত্বের বাইরে কাজ করছিলেন। তাই তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তা বিধিবহির্ভূত কার্যকলাপে জড়িত ছিলেন। তাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে ওই কর্মকর্তার নাম কিংবা বিস্তারিত অভিযোগ এখনো প্রকাশ করেনি পাকিস্তান।

চার দিন আগে সীমান্তে হওয়া সংক্ষিপ্ত সামরিক উত্তেজনার পরে দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু এরপর থেকেই কূটনৈতিক স্তরে পাল্টাপাল্টি পদক্ষেপ চলছে, যা সম্পর্ককে আবারও সঙ্কটের মুখে ফেলেছে।

বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনা কিছুটা কমলেও পারস্পরিক আস্থার অভাব এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ দুই দেশের সম্পর্কে স্থায়ী উত্তেজনার বাতাবরণ তৈরি করছে। পরিস্থিতি আরো অবনতি এড়াতে কূটনৈতিক সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

সূত্র : জিও নউজ, দ্য হিন্দ

এসএকে/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ