বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ইসলামে নারীর অধিকার: শিক্ষা, কর্ম ও মর্যাদা ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আমিন ইকবাল

ইসরাইলের রামন বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার দখলদার ইসরাইলি স্থাপনা ও মার্কিন স্বার্থের ওপর একাধিক নিখুঁত ও বৃহৎ সামরিক অভিযানের কথা জানিয়েছে।

বৃহস্পতিবার দেশটির আল-মাসিরাহ নেটওয়ার্কের বরাত দিয়ে মেহের নিউজ এ খবর দিয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দখলদার ইসরাইলি বাহিনী ও মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের এ অভিযানের অংশ হিসেবে প্রথমে দুটি ড্রোন ইসরাইলের উম আল-রাশরাশ এলাকায় অবস্থিত রামন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। 

দ্বিতীয় হামলাটি ইয়াফা নামের একটি ইয়েমেনি ড্রোন ব্যবহার করে অধিকৃত জাফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো হয়।

ইয়েমেনি বাহিনী আরও জানায়, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে এবং এর সঙ্গে থাকা বেশ কয়েকটি জাহাজের ওপর একটি সমন্বিত হামলা চালিয়েছে। এ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ব্যবহার করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসব হামলার ফলে শত্রুপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আরও একটি এফ-১৮ যুদ্ধবিমান সাগরে পতিত হয়েছে। আর ফলস্বরূপ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরী লোহিত সাগরের উত্তর দিকে পিছু হটে যায়।

ইয়েমেনি বাহিনী আরও জানায়, একই সঙ্গে এ অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পিত বিমান হামলা প্রতিহত করা হয়েছে।

বিবৃতির শেষাংশে বলা হয়েছে, এই হামলাগুলো যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার আগে চালানো হয়েছে। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে কোনো নতুন আগ্রাসন ঘটলে তার জবাব হবে ‘কঠোর প্রতিশোধমূলক’।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ