সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

সিরিয়া থেকে এক হাজার সৈন্য সরিয়ে নিচ্ছে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুব শীঘ্রই সিরিয়া থেকে ১ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার করতে যাচ্ছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় আগামী কয়েক মাসের মধ্যেই সিরিয়ায় মার্কিন সৈন্যের সংখ্যা ১ হাজারেরও কমে নামিয়ে আনা হবে।

শুক্রবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল।

বিবৃতিতে বলা হয়েছে, “আজ সিরিয়ায় মার্কিন সৈন্যদের নির্দিষ্ট স্থানে একত্রিত করার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব। সচেতন ও শর্তসাপেক্ষ এই প্রক্রিয়া আগামী কয়েক মাসের মধ্যেই সিরিয়ায় মার্কিন সৈন্য এক হাজারেরও কমে নামিয়ে আনা হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, এই একত্রীকরণ প্রক্রিয়ার সাথে সাথে, সিরিয়াতে বেশ কিছু মার্কিন সৈন্য থেকে যাবে। যারা অবশিষ্ট দায়েস সন্ত্রাসীদের দমনের জন্য প্রস্তুত থাকবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সিরিয়ায় মার্কিন সৈন্যদের উপস্থিতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রথম মেয়াদে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তবে এবার সেই পরিকল্পনার দিকে হাঁটছে ওয়াশিংটন। সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে একটি বৈঠকের সময় সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।

উল্লেখ্য, আমেরিকার বক্তব্য অনুযায়ী, সিরিয়াতে ২ হাজার মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে। তবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এই সৈন্যের সংখ্যা আরও বেশি।

সূত্র: ফ্রান্স ২৪

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ