শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬


গাজা যুদ্ধ বন্ধের আহ্বান: ১,০০০ রিজার্ভ ইসরায়েলি সেনাকে বরখাস্ত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সই করেছেন, যার মাধ্যমে প্রায় ১,০০০ রিজার্ভ সেনাকে বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন বিমানবাহিনীর বর্তমান ও প্রাক্তন রিজার্ভ বাহিনীর ৯৭০ সদস্য একটি চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে তারা গাজা যুদ্ধের অবসান ও সকল ইসরায়েলি বন্দিদের মুক্ত করার আহ্বান জানান—যদি সেটির জন্য যুদ্ধ বন্ধ করতেই হয়।

চিঠিটি ইসরায়েলি বিমানবাহিনীর উচ্চ মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিরক্ষা মন্ত্রী চিঠির বিষয়বস্তুকে তীব্রভাবে প্রত্যাখ্যান করে বলেন, এটি একটি "ন্যায়সঙ্গত যুদ্ধের" বৈধতাকে আঘাত করার চেষ্টা। তার ভাষায়, এমন উদ্যোগ রাষ্ট্র ও সেনাবাহিনীর মনোবলের জন্য হুমকি।

তবে এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ, বিমানবাহিনীর সাবেক কমান্ডার, এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক প্রধান—যা এই প্রতিবাদকে আরও তাৎপর্যপূর্ণ ও নজরকাড়া করে তুলেছে।

এই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে একদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প, আর অন্যদিকে বন্দিদের মুক্তি এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধের অবসানের দাবি ক্রমশ মুখোমুখি হয়ে উঠছে।

এমএইচ/


সম্পর্কিত খবর