রবিবার, ১৬ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৬ রমজান ১৪৪৬

শিরোনাম :
হেফাজত কারো ‌‌‌‘প্রক্সি' হিসেবে ব্যবহৃত হয়নি : নায়েবে আমির ‘জাতিসংঘ মহাসচিবের সফর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ’ ধর্ষণ ও মাদক প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসতে হবে: যুব জমিয়ত আরাকান আর্মি বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়, দাবি ফেরত জেলেদের ‘শাপলা চত্বরে রক্ত দেয়ার মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন শুরু’ ‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের বাংলাদেশে ঈদ কবে? যা জানাল আবহাওয়া অধিদপ্তর বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত ধূমকেতু এক্সপ্রেস শাপলা চত্বর-জুলাই গণহত্যার বিচারসহ ৫ দাবিতে কওমি শিক্ষার্থীদের বিক্ষোভ  ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেল গঠন

ইরানে হিজাববিহীন নারীদের শনাক্ত করতে ড্রোন ব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সংবিধান অনুযায়ী খোলা স্থানে সব নারীর হিজাব পরা বাধ্যতামূলক। যদি কেউ হিজাব না পরে তাহলে তাকে গ্রেপ্তারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এরই মধ্যে জানা গেলো, রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ড্রোন উড়ানো হচ্ছে। যেগুলো দিয়ে কড়া নজরদারি করা হচ্ছে। 

এদিকে নারীদের হিজাব পরতে বাধ্য করতে ড্রোনের পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ও একটি অ্যাপ ব্যবহার করা হচ্ছে দেশটিতে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

অ্যাপটির নাম ‘নাজের’। এটি মোবাইলে ব্যবহারযোগ্য। যদি কোনো নারী হিজাব না পরেন এবং কেউ দেখেন, তাহলে এই অ্যাপটির মাধ্যমে তার বিস্তারিত তথ্য আইনশৃঙ্খলাবাহিনীর কাছে পাঠানো যায়। সাধারণ মানুষ থেকে পুলিশ যে কেউই এই অ্যাপের মাধ্যমে তথ্য পাঠাতে পারেন।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপটির মাধ্যমে হিজাব না পরা নারীর গাড়ির লাইসেন্স প্লেট, লোকেশন, এবং ওই নারী কোন কোন সময়ে হিজাব না পরে ছিলেন তার সব জানানো যায়। এরপর অ্যাপটি তথ্য সংগ্রহ করে পুলিশকে জানিয়ে দেয়।
এছাড়া লাইসেন্স প্লেটের তথ্য সংগ্রহ করে ওই গাড়ির মালিককে সঙ্গে সঙ্গে মোবাইলে একটি ক্ষুদে বার্তা পাঠানো হয়। এতে সতর্কতা দিয়ে বলা হয়, আপনার গাড়িতে হিজাব আইন লঙ্ঘন করার প্রমাণ পাওয়া গেছে। যদি আপনি সতর্কতা উপেক্ষা করেন তাহলে গাড়ি জব্দ করা হবে।

অ্যাপটির পরিধি ২০২৪ সালের সেপ্টেম্বরে বাড়ানো হয়েছে। এটি ইরানের পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা হয়। এটি মূলত অ্যাম্বুলেন্স, ট্যাক্সি এবং গণপরিবহনে থাকা নারীদের টার্গেট করার জন্য তৈরি করা হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ