ইরানে হিজাববিহীন নারীদের শনাক্ত করতে ড্রোন ব্যবহার
প্রকাশ:
১৫ মার্চ, ২০২৫, ০৪:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ইরানের সংবিধান অনুযায়ী খোলা স্থানে সব নারীর হিজাব পরা বাধ্যতামূলক। যদি কেউ হিজাব না পরে তাহলে তাকে গ্রেপ্তারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এরই মধ্যে জানা গেলো, রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ড্রোন উড়ানো হচ্ছে। যেগুলো দিয়ে কড়া নজরদারি করা হচ্ছে। এদিকে নারীদের হিজাব পরতে বাধ্য করতে ড্রোনের পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ও একটি অ্যাপ ব্যবহার করা হচ্ছে দেশটিতে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। অ্যাপটির নাম ‘নাজের’। এটি মোবাইলে ব্যবহারযোগ্য। যদি কোনো নারী হিজাব না পরেন এবং কেউ দেখেন, তাহলে এই অ্যাপটির মাধ্যমে তার বিস্তারিত তথ্য আইনশৃঙ্খলাবাহিনীর কাছে পাঠানো যায়। সাধারণ মানুষ থেকে পুলিশ যে কেউই এই অ্যাপের মাধ্যমে তথ্য পাঠাতে পারেন। জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপটির মাধ্যমে হিজাব না পরা নারীর গাড়ির লাইসেন্স প্লেট, লোকেশন, এবং ওই নারী কোন কোন সময়ে হিজাব না পরে ছিলেন তার সব জানানো যায়। এরপর অ্যাপটি তথ্য সংগ্রহ করে পুলিশকে জানিয়ে দেয়। অ্যাপটির পরিধি ২০২৪ সালের সেপ্টেম্বরে বাড়ানো হয়েছে। এটি ইরানের পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা হয়। এটি মূলত অ্যাম্বুলেন্স, ট্যাক্সি এবং গণপরিবহনে থাকা নারীদের টার্গেট করার জন্য তৈরি করা হয়েছে। এমএম/ |