শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ।। ১৩ পৌষ ১৪৩১ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৬


পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা ফজলুর রহমান

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম-এর সভাপতি মাওলানা ফজলুর রহমান গুরুতর অসুস্থ হয়ে বেডরেস্টে আছেন। বেশ কয়েকদিন যাবত তাঁর হাঁটাচলা সীমিত পর্যায়ে রয়েছে। তাঁর পায়ে প্রচণ্ড ব্যথা থাকায় চিকিৎসকরা তাঁকে পূর্ণ বেডরেস্টের পরামর্শ দিয়েছে।

ডেইলি জং জানায়, গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাত করতে প্রধানমন্ত্রীর বাসভবনে যান মাওলানা ফজলুর রহমান। পরে সেখান থেকে ফেরার পথে তাঁর পায়ে ব্যথা শুরু হয়। তাঁর বাম পা ফুলে যায় এবং পায়ের আঙুলগুলো নীল হয়ে যায়।

পরে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে প্রাথমিক চেকআপ শেষে তাঁকে ওষুধ লিখে দেয় এবং হাঁটাচলা কঠোরভাবে নিষেধ করে পূর্ণ বেডরেস্টের নির্দেশনা দেয়।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ