বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ ।। ২১ ফাল্গুন ১৪৩১ ।। ৬ রমজান ১৪৪৬


মুহতামিম ও মুহাদ্দিস নিবে বাসাবোর জামিয়া ছওতুল হেরা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : মুহতামিম ও মুহাদ্দিস নিবে বাসাবোর জামিয়া ছওতুল হেরা মাদরাসা। এছাড়া একজন খাদেম নিয়োগ দিবে বলে জানা গেছে। 

গতকাল ১ মার্চ বিকলে  এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়। 

বিজ্ঞপ্তিতে  জানা যায়,  রাজধানী ঢাকার বাসাবো এলাকায় সু-প্রতিষ্ঠিত দাওরায়ে হাদীস পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান- জামিয়া ছওতুল হেরা (মাদরাসা)য়  ৩ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মুহতামিম, মুহাদ্দিস ও একজন খাদেম। উক্ত পদ সমূহে যোগদানে আগ্রহী প্রার্থীগণকে আগামী ০৮ মার্চ  শনিবার বাদ যোহর নিচের ঠিকানায় জীবন-বৃত্তান্তসহ উপস্থিত হওয়ার জন্য আহবান করা যাচ্ছে।  মসজিদ-মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি এ বি এম এমদাদুল হক কবির এই আহ্বান জানান। 

পদের বিবরণ :

মুহতামিম : মুহতামিমের বয়স চল্লিশোর্ধ্ব হতে হবে। কোন দাওরায়ে হাদীস পর্যন্ত মাদরাসার মুহতামিম হিসাবে ও সিহাহ্ সিত্তার কিতাব সমূহের পাঠদানে অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই উচ্চতর শিক্ষা সনদপ্রাপ্ত হতে হবে। হাদিয়া উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত হবে। 

মুহাদ্দিস : মুহাদ্দিসের বয়স চল্লিশোর্ধ্ব হতে হবে। তিরমিজি শরীফ পাঠ দানের অভিজ্ঞতাসহ সিহাহ সিত্তাহ্ কিতাব সমূহ পাঠদানের যোগ্যতা থাকতে হবে। হাদিয়া উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত হবে।

খাদেম : খাদেমের বয়স ত্রিশোর্ধ্ব হতে হবে। মসজিদের প্রয়োজনীয় কাজ করার মত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কোন মসজিদে খাদেম হিসাবে অভিজ্ঞতা এবং মসজিদের খেদমতে নিবেদিত প্রাণ হতে হবে। হাদিয়া উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত হবে।
 
যোগাযোগ: 

এ বি এম এমদাদুল হক কবির 
সেক্রেটারী, উত্তর বাসাবো (ঝিলপাড়) জামে মসজিদ ও জামিয়া "স্থওতুল হেরা" (মাদরাসা) কমিটি। মোবাইল নাম্বার : ০১৯ ২২০২ ৯২৪৪
ঠিকানা : উত্তর বাসাবো (ঝিলপাড়) জামে মসজিদ ও জামিয়া ছওতুল হেরা (মাদ্রাসা) 
১৭২ উত্তর বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ