শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ ।। ২১ ফাল্গুন ১৪৩১ ।। ৭ রমজান ১৪৪৬


রমজানে রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসায় ৪ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় মনোরম পরিবেশে ২০ দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

কোর্সগুলো চলবে ১লা রমজান থেকে ২০ রমজান পর্যন্ত। সবগুলো কোর্সে ফি রাখা হয়েছে ১০০০ টাকা

কোর্সগুলো হচ্ছে-

আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স

কোর্সের বিশেষ বৈশিষ্ট্য

১। বিশুদ্ধ উচ্চারণে ও আরবীয় লাহজায় আরবী কথোপকথন শিক্ষাদান।
২। ইমলা ও আরবী বানানরীতি প্রশিক্ষণ।
৩। আরবী বক্তৃতা ও উপস্থানার কলাকৌশল প্রশিক্ষণ।
৪। আরবীতে অনুষ্ঠান পরিচালনা পদ্ধতি প্রশিক্ষণ।
৫। আরবী দরখাস্ত, চিঠিপত্র ও মাক্বালা লেখার নিয়ম-কানুন প্রশিক্ষণ।
৬। ব্যবহারিক আরবী শব্দভান্ডার মুখস্থকরণ।

প্রশিক্ষক

মাওলানা আব্দুল আজিজ কাসেমী, সিনিয়র ওস্তাদ: মাদ্রাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকা।

ফুল স্পোকেন ইংলিশ কোর্স

নিজস্ব বইয়ের মাধ্যমে ক্লাস নেওয়া হবে:

১। Full English Spoken Course পৃষ্ঠা: ৫০০
২। Full Vocabulary Course পৃষ্ঠা: ১০০
৩। Basic Course পৃষ্ঠা: ৫০
৪। Basic Reading Course পৃষ্ঠা: ৫০
৫। Using words Sheet পৃষ্ঠা:
৫০ ৬। Listening Sheet পৃষ্ঠা: ৫২৫

ক্লাস নিবেন

  • Ahmad's Education-এর দক্ষ প্রশিক্ষক প্যানেল মাওলানা যুবায়ের আহমাদ, প্রতিষ্ঠাতা পরিচালক: Ahmad's Education
  • মাওলানা একরাম ইমরান, ফারেগ: জামিল মাদরাসা বগুড়া, সাবেক শিক্ষক: Ahmad's Education Dhaka. With Basic Reading, Writing & Listening

বাংলা সাহিত্য ও সাংবাদিকতা কোর্স

প্রশিক্ষণের বিষয় সমূহ:

  • বাংলা সাহিত্য
  • অনুবাদ শিল্প
  • গল্প উপন্যাস লেখার নিয়ম
  • ছড়া কবিতার ছন্দ বিশ্লেষণ
  • প্রবন্ধ রচনা
  • রিপোর্টিং
  • বক্তৃতার নিয়ম কানুন
  • উপস্থাপনা সৌন্দর্য ও
  • প্রমিত উচ্চারণে কথা বলার উপায়

প্রশিক্ষক

  • জহির উদ্দিন বাবর, বার্তা সম্পাদক, ঢাকা মেইল
  • হুমায়ুন আইয়ুব, সম্পাদক, আওয়ার ইসলাম
  • মাওলানা এনামুল করীম ইমাম, লেখক, অনুবাদক ও ইতিহাস গবেষক মুহাদ্দিস: মাদ্রাসা দারুর রাশাদ, ঢাকা।
  • সাঈদ আবরার নদভী, তরুণ সাহিত্যিক, গল্পকার-কবি ও সহযোগী সম্পাদক: মাসিক নকীব

কম্পিউটার প্রশিক্ষণ কোর্স

কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে যা যা থাকছে

১। কম্পিউটারের প্রাথমিক ধারণা
২। কার্যপ্রণালী ও কম্পিউারের বেসিক কোর্স
৩। বাংলা ইংরেজি, আরবি ও উর্দু টাইপিং
৪। ইন্টারনেট ও ই-মেইল ব্রাউজিং
৫। MS-Word ব্যবহার করে ওয়ার্ড প্রসেসিং
৬। MS-Excel ব্যবহার করে স্প্রেডশীট তৈরি
৭। MS- Power Point ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি।

কোর্স শেষে Special Speech Program এবং নির্বাচিত ছাত্রদের পুরস্কার ও সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানান কোর্সগুলোর আয়োজক প্রতিষ্ঠান রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহসীন শরীফ

কোর্সগুলোতে সীমিত আসনে ভর্তি চলছেও বলে জানান এই মুহতামিম। এজন্য ১লা রমজানের আগেই আংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানান তিনি।  

সার্বিক যোগাযোগ: ০১৮১৭-০১৯৪৬১

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ