বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


দিনাজপুরে শীতার্তদের পাশে তাকওয়া ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় ৩ শতাধিক মানুষের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করে ফাউন্ডেশনটি।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও সমাজকর্মী মাওলানা গাজী ইয়াকুব, মানবিক আলেম মুফতি মোনাওয়ার হুসাইনসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মাওলানা গাজী ইয়াকুব বলেন, এবছর আমরা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়  ২ হাজার ৭ শত কম্বলসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। যার কার্যক্রম চলমান। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দিনাজপুরের মানুষের কাছে ভালোবাসা নিয়ে হাজির হয়েছি।

এর আগে, বেশ কয়েকটি জেলায় কম্বল, চাদর, শীতের টুপি, মশারি বিতরণ করার কর্মসূচি গ্রহণ করে ফাউন্ডেশনটি।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে না চাইতে পারা গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র দিয়ে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন:

প্যাকেজসমূহের মধ্যে রয়েছে:  কম্বল- ৪৮৫ টাকা, মশারী- ২৫০ টাকা, শীতের টুপি ও চাদর- ২৭৫ টাকা।

নগদ: 01920781792, বিকাশ: 01643-784193, বিকাশ: 01670120537।

ব্যাংক একাউন্ট: তাওয়া ফাউন্ডেশন বাংলাদেশ চলতি হিসাব নং-০২১১২২০০০০৮৫২

আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, মিরপুর-১, ঢাকা।

এনএ/


সম্পর্কিত খবর