সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বন্যার্ত মানুষের পাশে ‘শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

বন্যার্ত এলাকায় অসহায় আলেম, সাধারণ মানুষ ও বেশকিছু মাদরাসার পাশে দাড়িয়েছে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বন্যার্ত বিভিন্ন অঞ্চলে যায় মাদরাসাটির ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে গঠিত ২৫ জনের একটি স্বেচ্ছাসেবী টিম।

চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী জানান, বন্যার্ত এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করা অসহায় পরিবার, বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, শতাধিক আলেম ও চারটি মাদরাসায় নগদ অর্থ, খাদ্য-পানীয়, পরিধেয় কাপড়সহ প্রয়োজনীয় সামগ্রি বিতরণ করেছে আমাদের প্রতিষ্ঠান।

চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই-নূরের মুতাওয়াল্লি জনাব ইমাদুদ্দীন নোমান বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষ মানুষের জন্য। আমাদের ধর্ম ইসলাম একভাইকে অপর ভাইয়ের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, এটি শুকরিয়ার বিষয়। আমাদের পক্ষ থেকে এগুলো মোটেও ত্রাণ নয়। সামান্য হাদিয়া। এই উপহার সামগ্রিতে চৌধুরীপাড়া নূর মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষের অবদান রয়েছে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, যে যেভাবে পারি আমরা যেন বন্যার্ত এই মানুষের পাশে যেন দাঁড়াই।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ