শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বন্যার্ত পাঁচ শ’ পরিবারের পাশে ‘হেমায়েতে ইসলাম পরিষদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেমায়েতে ইসলাম পরিষদ বাংলাদেশ

|| কাউসার লাবীব || 

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের ১১টি জেলা। এসব জেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন দেশের আলেম সমাজ। এরই ধারাবাহিকতায় এবার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালো আলেমদের পরিচালিত সেবা সংগঠন ‘হেমায়েতে ইসলাম পরিষদ বাংলাদেশ।’

সংগঠনটির মহাসচিব মুফতি মাহমুদ জাকির আওয়ার ইসলামকে জানান, বানের পানি কমে যাওয়ার পর এখন বর্নার্ত মানুষের মাঝে খাবারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বর্নার্ত ৫ শ’ পরিবারের মাঝে কিছু হাদিয়া পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ।

তিনি জানান, গত ৩০ আগস্ট (শুক্রবার) ঢাকা থেকে আমাদের ৯ সদস্যের একটি টিম বন্যাদুর্গত এলাকা কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। সড়ক পথ শেষ হলে প্রায় দুই ঘণ্টা পানিপথে নৌকা যোগে যাই। এরপর সেখানের বানভাসীদের মাঝে আমাদের হাদিয়া পৌছাই।

তিনি আরো জানান, আমাদের হাদিয়ায় ছিল নগদ অর্থ ও খাদ্য সামগ্রী। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজন জেনে আমরা আমাদের খাদ্য প্যাকেটে চাল, আলু, তেল, পেয়াজ, ডাল, লবণ, অষুধ যুক্ত করি। তাছাড়া মুড়ি, চিড়া, মোমবাতি, গ্যাসলাইট, বিস্কুট, চকলেট, ফিটকারি, খাবার পানি, পরিধেয় কাপড়-চোপড়ও ছিল আমাদের হাদিয়া বিতরণে।

এদিকে হেমায়েতে ইসলাম পরিষদ বাংলাদেশ’র ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা আব্দুল আখির, মহাসচিব মাওলানা মাহমুদ জাকির, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়াক্কাস আহমাদ, প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান প্রমূখ।

প্রসঙ্গত, প্রায় তিন দশক ধরে মানুষের সেবায় কাজ করছে ‘হেমায়েতে ইসলাম পরিষদ বাংলাদেশ।’ এবারের বন্যা ছাড়াও দেশের নানা প্রতিকূল পরিস্থিতিতে তাদের সেবা কার্যক্রম ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ