সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

উপহার নিয়ে বন্যার্তদের দুয়ারে উত্তরা বাইতুল মুমিন মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
উপহার নিয়ে বন্যার্তদের দুয়ারে উত্তরা বাইতুল মুমিন মাদরাসা

আরাফাত নুর : ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশের ১১ জেলায় ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত অর্ধশত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ। এমতাবস্থায় বন্যার্তদের মাঝে উপহার পৌঁছে দিচ্ছেন উত্তরার দক্ষিণখানে অবস্থিত বাইতুল মুমিন মাদরাসা।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উপহার বিতরণী নোয়াখালীর বেগমগঞ্জ থানার অন্তর্গত বেশ কয়েকটি ইউনিয়নে এখনো চলমান রয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস  ঢাকা মহানগরের মজলিসে আমেলা সদস্য ও উত্তরা বাইতুল মুমিন মাদরাসা'র প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন এই প্রসঙ্গে বলেন, প্রথমিক অবস্থায় প্রায় ৮০০ পরিবারের মাঝে ১৫ আইটেমের শুকনা খাবার, শিশুখাদ্য, ভারি খাবার ও প্রয়োজনীয় পোষাক ইত্যাদি বিতরণ করছি আমরা। বাইতুল মুমিন শিক্ষা পরিবারের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও কয়েক ধাপে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, এখনো অনেক এলাকায় ত্রাণ পৌঁছেনি। যারা ত্রাণ বিতরণ করছেন, তাদের এই বিষয়ে সজাগ থাকা দরকার। স্থানীয় মানুষজনের সাথে আলোচনা করে যেসব যায়গায় ত্রাণ পৌঁছেনি, সেসব স্থানে ত্রাণ পৌঁছে দেওয়া জরুরি।

তিনি বলেন, মানুষ খুবই মানবেতর জীবনযাবন করছে। বন্যাকবলিত সেসব মানুষের দুঃখ দুর্দশা দেখলে অন্তর কেঁদে ওঠে।

জানা যায়, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর তত্ত্বাবধানে ও উত্তরা বাইতুল মুমিন মাদরাসা'র সার্বিক সহযোগিতায় এই উপহার সামগ্রী আরও বেশ কিছুদিন চলমান থাকবে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ