শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বন্যার্তদের পাশে ‘আলোর কাফেলা সেবা সংস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ নাদিরুজ্জামান ||

ভারত থেকে নেমে আসা পানি ও বৃষ্টিজনিত পানি বেড়ে যাওয়ার কারণে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুরসহ প্রায় ১৩টি জেলা। বনার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের নানা সংগঠন, সংস্থা ও ব্যক্তিবর্গ। আলেম-ওলামা ও ইসলামি সেবা সংস্থাগুলোর ভূমিকা বরাবরের মতো এবারও চোখে পড়েছে উল্লেখযোগ্য হারে। তেমনই একটি সেবা সংস্থার নাম আলোর কাফেলা সেবা সংস্থা’

জানা গেছে, সংস্থাটি গাজীপুর কাশেমপুর ১নং ওয়ার্ডের সমস্ত ইমাম খতিব এবং মুয়াজ্জিনদের দ্বারা পরিচালিত। ২০২২ সাল থেকে এই পর্যন্ত  প্রত্যেকটি দুর্যোগপূর্ণ মুহূর্তে ‘আলোর কাফেলা সেবা সংস্থা’টি জনগণের পাশে ছিল।

গত ‍দুদিন আগেও সংগঠনটির  সভাপতি মুফতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠান। এ সময়  লক্ষ্মীপুরের স্থানীয় ওলামায়ে কেরাম আলোর কাফেলা সেবা সংস্থাকে মোবারকবাদ জানায়।

সংগঠনটির সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান আওয়ার ইসলামকে জানান, তারা  নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ মুহূর্তগুলোতে নিরব ভূমিকায় খেদমত আঞ্জাম দিয়েছে।  

তিনি আরও জানান, আমাদের ত্রাণসামগ্রীর মাঝে ছিল- চাল, ডাল, চিড়া, মুড়ি, তৈল, বিস্কিট, চানাচুর, শিশু খাদ্যসহ জ্বর ঠান্ডা ও পাতলা পায়খানার ঔষধ সামগ্রী। যার প্রতিটি প্যাকেজ মূল্য আনুমানিক ১২০০টাকা হবে। এছাড়াও ছিল শুকনো জামা-কাপড়, এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়। এভাবে প্রায় এখন পর্যন্ত (৭০০) সাত শতাধিক পরিবারকে সহায়তা পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি।

এদিকে সংগঠনের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ঘর নির্মাণসহ পুনর্বাসের জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখব ইনশাল্লাহ।

আমাদের সঙ্গে যে কোনো যোগাযোগ রাখতে :

01923142646 (বিকাশ), 01914612760 (নগদ)।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ