শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বন্যা কবলিত মানুষের পাশে ‘কওমী সাইবার এক্সপার্ট টিম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি অঞ্চলের মানুষ। ভারতের ছেড়ে দেওয়া পানির তীব্রতায় এই অঞ্চলের মানুষ গুলো অনাকাঙ্ক্ষিত ভাবে প্লাবিত হয়েছে। তার মধ্যে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর সোনাগাজী, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বসবাসরত মানুষ।

সোমবার দুপুরে ফেনী সোনাগাজী উপজেলার রাঘবপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসায় আশ্রয় নেওয়া বন্যাদুর্গত প্রায় ৫০০ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেন কওমী সাইবার এক্সপার্ট টিমের প্রতিষ্ঠাতা শেখ ইকবাল মাহমুদ নেতৃত্বে টিমের অন্যান্য সাত সদস্য।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- এলাকার গন্যমান্য বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, ত্রান দিতে আশা বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের সদস্য ও কওমি সাইবার এক্সপার্ট টিমের সিনিয়র এডমিন ও ট্রেইনার শেখ মেহেদী প্রমুখ। তাদের এই কাজে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এছাড়া বন্যায় দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণের পাশাপাশি ভার্চুয়ালে কওমি সাইবার এক্সপার্ট  টিমের কিছু সদস্য ২৪ ঘন্টায় নিরলস কাজ করে যাচ্ছেন। কওমি সাইবার এক্সপার্ট টিমের প্রতিষ্ঠাতা শেখ ইকবাল মাহমুদ জানান ইতিমধ্যে আমরা ভারতের পণ্য বিক্রিয় ওয়েবসাইট Docsonindia.in সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আমাদের নিয়ন্ত্রনে নিতে সক্ষম হয়েছি। এবং ভারত বাংলাদেশের মানুষকে বন্যায় প্লাবীত করে ঠাট্টা করে নিউজ প্রচার করায় ভারতের বেশ কয়েকটি নিউজপোর্টাল নিজেদের নিয়ন্ত্রনে নিতে সক্ষম হয়েছি। কওমি সাইবার এক্সপার্ট টিমের অফিসিয়াল পেইজের  পোষ্টে এমনটাই দাবি করা হয়।

ইকবাল মাহমুদ আরো বলেন ভারত যতদিন বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইবে বা বাংলাদেশের  মানুষকে তিস্তার বাঁধ ও ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে দুর্ভোগে ফেলতে চাইবে, এবং বাংলাদেশের মোসলমানদের কটাক্ষ করে কথা বলবে ততদিন আমাদের এই সাইবার এটাক চলতে থাকবে ইনশাআল্লাহ্।

ইতিমধ্যে কওমি সাইবার এক্সপার্ট টিমের অনেক গুলো অর্জন পরিলক্ষিত হয়েছে , তন্মধ্যে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদী সাইবার এটাকে ইসরাইলের নিউজ পোর্টালসহ বেশ কয়েকটি সরকারী ওয়েবসাইট ডাউন করতে সক্ষম হয়েছে তারা। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বৈষম্যের শীকার অনেক মানুষকে বিনামুল্যে  সাইবার সুবিধা দিয়েছে এবং আন্দোলন বিরোধী সকল নিউজ ও ভিডিও অপসারণ করে অনেক প্রশংসা কুড়িয়েছে কওমি সাইবার এক্সপার্ট টিম।

নেটিজেনদের অসংখ্য ফেসবুক আইডি এবং পেজ হ্যাকারদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বিশেষ করে বাংলাদেশের উল্লেখযোগ্য অনেক  আলেমদের ফেসবুক পেজ এবং আইডি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয় কওমি সাইবার এক্সপার্ট টিম। এছাড়াও ভার্চুয়ালে রাষ্ট্রদ্রোহী এবং অশ্লীলতার বিরুদ্ধে সব সময় প্রতিবাদী ভূমিকা পালন করে কওমি তরুনদের এই সাইবার টিম।

নেটিজেনদের অনেকেই এই ব্যপারে সামাজিক যোগাযোগ মাধ্যম পেসবুকে পোষ্ট করে উৎসাহ দিতে দেখা যায়।

বর্তমানে কওমি সাইবার এক্সপার্ট টিমে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি সদস্য রয়েছে। যাদের মধ্যে রয়েছে বিভিন্ন কওমি মাদরাসায় পড়ুয়া ছাত্র বা শিক্ষক। এদের প্রত্যেককে অনলাইনে কাজের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ১০ থেকে ১৫ জন সিনিয়র এডমিন ও ট্রেইনাররা।

কওমি সাইবার এক্সাপার্ট টিম প্রতিষ্ঠালাভ করে  ২৬ জুন ২০২৩ সনে। কওমি মাদরাসা পড়ুয়া দুজন উদীয়মাণ শিক্ষার্থী শেখ ইকবাল মাহমুদ ও শোয়াইব হাসান  কওমি ওলামায়ে কেরাম ও সাধরণ মানুষকে অনলাইন ভিত্তিব সাইবার নিরাপত্তা দেওয়ার লক্ষ ব্যক্ত করে সর্বপ্রথম এই উদ্যোগ গ্রহন করেন। 

এবিষয়ে প্রতিষ্ঠাতাদের অন্যতম শেয়াইব হাসান বলেন ২০২৩ সালের ২০ থেকে ২৫ শে জুন আমি এবং শেখ ইকবাল মাহমুদ ভাই আলোচনা করি অনলাইন ভিত্তিক ক্বওমী অঙ্গন যেন কোনও ভাবে পিছিয়ে না থাকে, এমন ইচ্ছা নিয়ে কিছু করার কথা ব্যক্ত করি এবং দুজনে মিলে একটি নাম নির্ধারণ করি। অবশেষে ২৬ শে জুন ২০২৩ ইং, রোজঃ সোমবার Qawmi Cyber Expert Team  নামক একটি পেইজের মাধ্যমে আমাদের পথচলা শুরু করি। সব সময় আমাদের চিন্তা ছিল অনলাইন ভিত্তিক সকল নিরাপত্তা এবং সাইবার এটাক থেকে কওমি অঙ্গনকে ও দেশের সর্ব সাধারণকে পূর্বের থেকে আরো শক্তিশালী করে তুলবো। কওমিয়ানদেরকে নিয়ে কাজের মধ্যমে অনেক বড় পরিসরে জাতির কাছে উপস্থাপন করব আমাদের এই প্রতিষ্ঠানকে। আল হামদুলিল্লাহ্ খু্ব অল্প সময়ের মাঝে আমরা সকলের আস্থা এবং ভালোবাসায় মুগ্ধ হতে পেরেছি।

ভবিষ্যতে কওমি সাইবার এক্সপার্ট টিম দেশ ও দেশের সাধারণ জনগণের জন্য  ইতিবাচক ভূমিকা পালন করবে। রাষ্ট্রদ্রোহী এবং ইসলামবিরোধী কোন কাজ কখনো কওমী সাইবার এক্সপার্ট টিমের কোন সদস্য দ্বারা সংগঠিত হবে না বলে জানান কওমি সাইবার এক্সপার্ট টিমের প্রতিষ্ঠাতা শেখ ইকবাল মাহমুদ। একই সাথে রাষ্ট্রদ্রোহী এবং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে অতন্ত্র প্রহরী হয়ে কাজ করে যাবেন বলে জানান এই তরুণ সাইবার কর্মী।

এই ভাবেই খুব অল্প সময়ে ওলামায়ে কেরাম ও দেশের সাধারণ মানুষের কাছে বিশ্বস্ত ও আস্থার প্রতিক হয়ে উঠেছে কওমি সাইবার এক্সপার্ট টিম।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ