সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বন্যাকবলিত মানুষের পাশে ‘তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যাকবলিত মানুষের মাঝে তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ’র ত্রাণ বিতরণ

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর এলাকার আলেমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ। প্রথমবারের মতো ফেনী সোনা গাজীতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত প্রায় এক হাজার পরিবারের মাঝে ১২ টন খাদ্য সামগ্রী বিতরণ করে ।

চাল, ডাল, চিড়া, মুড়ি, চিনি, লবণ, ও খেজুর মিলে প্রতি প্যাকেটে প্রায়  ১২ কেজি খাদ্য সামগ্রী ছিল। সঙ্গে দেয়া হয় প্রাথমিক চিকিৎসার ঔষধ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মোমবাতি। আশ্রয় কেন্দ্রগুলোতে আলোর জন্য সরবরাহ করা হয় সোলার।

ত্রাণ বিতরণের ক্ষেত্রে মেইন রোডের আশপাশের তুলনায় প্রত্যন্ত অঞ্চলকে প্রাধান্য। সোনাগাজী বাদাদিয়া, কদম তলা, কুটির হাট, সোনাপুর, মুনিগঞ্জ এবং ফেনী সদরের ফাজিল পুর ভূঁইয়ার হাট, লস্কর হাট এসব এলাকার অবস্থা এখনো ভয়াবহ। তানযিমের সভাপতি মাওলানা রশিদ আহমদের নির্দেশনায় সেক্রেটারি মুফতি শফিক সাদী এর নেতৃত্বে ৩০ সদস্যের একটি কাফেলা এই ত্রাণ বিতরণ কাজে অংশ নেয়। মসজিদের ইমাম- খতিব, মাদরাসার মুহতামিম- শিক্ষক, ও কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কর্মঠ টিম  কোমর পর্যন্ত পানিতে নেমে ঘরে ঘরে পৌঁছে দেয় খাদ্য সামগ্রী।

সংগঠনটি জানায়, তানজিমের ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। আগামী দু'এক দিনের মধ্যেই পরবর্তী কাফেলা রওনা দিবে ফেনী ও কুমিল্লার উদ্দেশ্যে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ