শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বন্যার্তদের পাশে ‘খেদমতে খালক ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ঢলে কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলায় অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দি। সীমাহীন দুর্ভোগ বানভাসি এসব মানুষ। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন।  ত্রাণ তৎপরতায় পিছিয়ে নেই ‘খেদমতে খালক ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আলী নেতৃত্ব ও তত্ত্বাবধানে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও সেবা প্রদানের জন্য কাজ করছে  ওলামায়ে কেরামের একটি টিম।

খেদমতে খালক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আলী আওয়ার ইসলামকে জানান, আলহামদুলিল্লাহ শুক্রবার আমরা এক ট্রাক ত্রাণ বিতরণ করেছি। আমি সরাসরি সেখানে ছিলাম। এমন এমন ভেতরের এলাকায় আমরা ত্রাণ পৌছিয়েছি, যেখানের মানুষ বলেছে- ইতোপূর্বে তারা ত্রাণ পায়নি। অনাহারে আছে তারা।

‘তাছাড়া খেদমতে খালক ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল রোববার ২ ট্রাক পাঠানো হয়েছে এবং আজ সোমবার ১ ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে।’ –যুক্ত করেন মুফতি মোহাম্মদ আলী

তিনি জানান, ফেনীতে ত্রাণ বিতরণের সময় আমরা সদর হাসপাতালে গিয়েছিলাম। সেখানে শত শত রোগী। কিন্তু তেমন কোনো ডাক্তার বা নার্স দেখতে পাইনি। রোগীরাও দিশেহারা। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় তাদের চিকিৎসাও হচ্ছে না ঠিক মতো। চিকিৎসা ও খাবার-দাবারের জন্য আমরা তাদেরকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছি।

খেদমতে খালক ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, আমি সরকারকে আবেদন জানাবো, বন্যাদুর্গত এলাকাগুলোর হাসপাতালে যেন দ্রুত ‍উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। রোগীদের সেবা যেন নিশ্চিত করা হয়।

ত্রাণ কার্যকমের সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেদমতে খালক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কার্যক্রমে আপনিও চাইলে শরীক থাকতে পারেন। যেগাযোগ- 01712 223926, 01637 187535 (বিকাশ পার্সোনাল)।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ