বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা শ্রমিকদের অবস্থা পরিবর্তন না করে বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রধান উপদেষ্টা ৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ সৌদি পৌঁছেছেন সাড়ে ৯ হাজার হজযাত্রী ‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’ হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর উপন্যাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত তুলে ধরেন তিনি

গাজায় সহায়তা বন্ধ করলো আরো ৬ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘ ভিত্তিক ফিলিস্তিন শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-তে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের ছয়টি দেশ।

দেশগুলো হলো- ব্রিটেন, জার্মানি, ইতালি, ন্যাডারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং ফিনল্যান্ড। গতকাল শনিবার (২৭ জানুয়ারি) এই ঘোষণা দেয় তারা। খবর রয়টার্সের।

এর আগে ইসরায়েল অভিযোগে তোলে, ৭ অক্টোবর হামাসের আক্রমণে জাতিসংঘের কিছু কর্মীর যোগসূত্র ছিল। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং কানাডা ওই অভিযোগের পরপরই সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছিল।

ইউএনআরডব্লিউএ কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এক পোস্টে বলেছেন, 'গাজার ফিলিস্তিনদের যৌথভাবে এই অতিরিক্ত শাস্তির প্রয়োজন ছিল না। বিষয়টি আমাদের ক্ষুণ্ণ করেছে।'

সংস্থাটি শুক্রবার জানিয়েছিল, তারা বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে।

সহায়তা বন্ধকে উৎসাহিত করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক্স-এ বলেছেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও গাজার ইসলামপন্থী জঙ্গিদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ইউএনআরডব্লিউএকে প্রতিস্থাপন করা উচিত। গাজার পুনর্নির্মাণে প্রকৃত শান্তি ও উন্নয়নের জন্য যেই সংস্থা কাজ করবে তাদের সাথে ইউএনআরডব্লিউএ প্রতিস্থাপিত হবে।

এক বিবৃতিতে লাজারিনি বলেন, নয়টি দেশের এই সিদ্ধান্ত সমগ্র বিশ্বে বিশেষ করে গাজায় তাদের মানবিক কাজকে হুমকির মুখে ফেলেছে।

তিনি আরো বলেন, 'অভিযুক্ত কর্মীদের সাথে চুক্তি বাতিল করে একটি স্বচ্ছ স্বাধীন তদন্তের তাত্ক্ষণিক পদক্ষেপ নেওয়ার পরেও সংস্থাতে তহবিল স্থগিত করা দেখে আমরা হতবাক।'

ইউএনআরডব্লিউএর ইহুদি শত্রুর কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কর্মী ছাটাইয়ের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ