বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
বৈবাহিক জীবনে ‘ধর্ষণ’ শব্দের প্রয়োগ অবমাননাকর : জামায়াত আমির শ্রমিকের রক্ত ও ঘাম  নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচড়া দিচ্ছে: রিজভী বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা শ্রমিকদের অবস্থা পরিবর্তন না করে বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রধান উপদেষ্টা ৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ

পেছনের দরজা দিয়ে প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ: বিলাওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পাকিস্তানের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) এই নেতা চতুর্থ বারের মতো পেছনের দরজা দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন।

বুধবার পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এই মন্তব্য করেন। খবর জিও নিউজের।

সংবাদমাদ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে বিলাওয়াল বলেন, নওয়াজ এমন একটা ধারণা দিচ্ছেন, মনে হচ্ছে তিনি চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানের জনগণ ছাড়া অন্য কিছুর ওপর নির্ভর করছেন। 

এর আগে পাকিস্তান পিপলস পার্টি থেকে বিলওয়াল ভুট্টো প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার মনোনয়ন পান। যদি দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে তিনি হবেন তার মা বেনজির ভুট্টোর পর সবচেয়ে কম বয়সি পাকিস্তানি প্রধানমন্ত্রী। 

আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে এবার এককভাবে নির্বাচন করছে তার দল। প্রধান প্রতিদ্বন্দ্বী হবে নওয়াজের মুসলিম লীগ। অন্যদিকে ইমরান খানের রাজনৈতিক দল অনেকটাই কোণঠাসা। তাছাড়া নির্বাচনেও অংশ নিতে পারছেন না ইমরান। 

এদিকে পশ্চিমাদের চেয়ে পাকিস্তানের গণমাধ্যম বেশি স্বাধীন বলে মন্তব্য করেছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকর। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সাইডলাইনে সিএনবিসিকে দেওয়া সাক্ষাত্কারে কাকার এই দাবি করেন।

এ সময় তিনি পাকিস্তানের অর্থনৈতিক আউটলুক, আসন্ন নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মামলার বিষয়ে কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সমালোচকদের উচিত প্রথমে নির্বাচন দেখা, তারপর প্রশ্ন করা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ