শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

নৌকার ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে ১৮৫ রোহিঙ্গা শরণার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির রোহিঙ্গা নাগরিকরা বিভিন্ন সময় সাগর পথ পাড়ি দিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন। সম্প্রতি বাংলাদেশের আশ্রয় শিবির থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের একটি দল ভারত মহাসাগরে রয়েছে। ১৮৫ জন শরণার্থী নিয়ে পালিয়ে যাওয়া নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে তারা এখন সাগরে ভাসছে। এতে মৃত্যু-ঝুঁকিতে রয়েছেন এসব শরণার্থী। 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারত মহাসাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের দলে প্রায় ১৮৫ জন রয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। অসহায় এসব মানুষগুলোকে দ্রুত উদ্ধার না করা গেলে তাদের মৃত্যু ঝুঁকি বাড়বে।


ইউএনএইচসিআর-এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে দুর্দশায় রয়েছে ১৮৫ জন রোহিঙ্গা। নৌকার একজন যাত্রী ইতোমধ্যেই মারা গেছেন, আরও এক ডজন সঙ্কটজনক অবস্থায় রয়েছেন।

ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, দ্রুত উদ্ধার করতে না পারলে আরও অনেকে মারা যেতে পারেন।


এসব রোহিঙ্গারা বাংলাদেশে উপচে পড়া শরণার্থী শিবির থেকে পালিয়ে যাচ্ছিল। এখানে তারা মিয়ানমারে তাদের মাতৃভূমি থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিল। দেশটির সামরিক বাহিনী মুসলিমদের ওপর দমন-পীড়ন শুরু করে, তাদের বাড়িঘর ও সম্পত্তি পুড়িয়ে দেওয়ার পর ২০১৭ সালে সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালাতে বাধ্য হয়েছিল। জাতিসংঘের শীর্ষ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান। 

ইউএনএইচসিআর জানা, ২০২২ সালে ২ হাজারের বেশি রোহিঙ্গা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ঝুঁকিপূর্ণ যাত্রার চেষ্টা করেছে। গত বছর থেকে এ অঞ্চলে রোহিঙ্গা শরণার্থীসহ ৫৭০ জনেরও বেশি মানুষ সমুদ্রে মৃত বা নিখোঁজ হয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ