শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াত-শিবিরের প্রশংসা, সন্তোষ শর্মা ইস্যুতে যে ‘নসিহত’ রফিকুল মাদানীর গাজার শিশুরা এখন গল্প শোনে না, শোনে যুদ্ধ আর ক্ষুধার আর্তনাদ পাকিস্তানের আকাশসীমা বন্ধ । বেশি ক্ষতি হবে এয়ার ইন্ডিয়ার মতো বড় সংস্থার  ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গুলি বিনিময় হজের প্রস্তুতি যেভাবে নেবেন গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৪ জন নিহত সিমলা চুক্তি কী, এই চুক্তি স্থগিত হলে ভারতের ওপর কী প্রভাব পড়বে ‘নারী সংস্কার কমিশনের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে’ মুসলিম বিশ্বে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান কোথায়? পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর ছিলেন তিনি

লাখো তরুণের কর্মসংস্থানের স্বপ্ন দেখছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন এবার বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ করছে। সংস্থাটি ৪৫ হাজার বর্গফুট বিশিষ্ট একটি বিশাল শেড নির্মাণ করছে। সেখানে লাখো তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

রোববার (১৩ এপ্রিল) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে নির্মাণাধীন শেডের ছবি শেয়ার করে এসব তথ্য জানায়। আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, বর্তমানে এই শেডে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ ফাউন্ডেশন কোর্স, জুতা শিল্পে উদ্যোক্তা কোর্স ও ড্রাইভিং কোর্স চালু আছে। শিগগিরই এখানে চালু হবে ইলেকট্রিক ট্রেনিং, প্লাম্বিং, রাজমিস্ত্রি, রড বাইন্ডিং, টাইলস ফিটিং, পেইন্টিং, গার্ডেনিং এবং স্ট্রিট ফুড বিষয়ক প্রশিক্ষণ কোর্স। সংস্থাটি জানায়, তবে এটা ভাড়া নেওয়া জমির ওপর নির্মিত অস্থায়ী শেড। আল্লাহর অনুগ্রহ এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় নিজস্ব জমির ওপর আমরা স্বপ্নের এই প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেখান থেকে প্রতি বছর লাখো তরুণের কারিগরি ট্রেনিং ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বিশিষ্ট দাঈ ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

তিনি ২০১৮ সালে সেবামূলক প্রতিষ্ঠানটির সূচনা করেন। আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এ ধরনের কাজের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূলক সমাজ গড়ে তুলতে কাজ করছে বেসরকারি এই সেবা সংস্থাটি। ইতোমধ্যে নানা কল্যাণমূলক কাজের মাধ্যমে ব্যাপক আস্থা কুড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ