শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াত-শিবিরের প্রশংসা, সন্তোষ শর্মা ইস্যুতে যে ‘নসিহত’ রফিকুল মাদানীর গাজার শিশুরা এখন গল্প শোনে না, শোনে যুদ্ধ আর ক্ষুধার আর্তনাদ পাকিস্তানের আকাশসীমা বন্ধ । বেশি ক্ষতি হবে এয়ার ইন্ডিয়ার মতো বড় সংস্থার  ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গুলি বিনিময় হজের প্রস্তুতি যেভাবে নেবেন গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৪ জন নিহত সিমলা চুক্তি কী, এই চুক্তি স্থগিত হলে ভারতের ওপর কী প্রভাব পড়বে ‘নারী সংস্কার কমিশনের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে’ মুসলিম বিশ্বে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান কোথায়? পটিয়ার ইতিহাসে মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর ছিলেন তিনি

উলিপুরে কয়েলের আগুনে পুড়ল দিনমজুরের ঘর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে কয়েলের আগুনে এক দিনমজুরের তিনটি ঘরসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (৯ এপ্রিল) রাত পৌনে ৩টার দি‌কে উপজেলার থেতরাই ইউনিয়নের রামপ্রসাদ হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আম্বার হোসেনের ছেলে হোসেন আলী প্রতিদিনের ন্যায় বুধবার রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দেন। এরপর রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন।

মধ্যরাতে হঠাৎ কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে। মুহূর্তে তা বাড়ির চার‌দি‌কে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনে গোয়াল ঘরসহ তিনটি ঘর, আসবাবপত্র, ধান, চাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দিনমজুর হোসেন আলী জানান, তার অন্তত দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তবে ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।’

এসএকে/

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ