শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’ হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ: ধর্ম মন্ত্রণালয় নিজের অজান্তেই ক্যামেরায় ধরা পড়ে পেহেলগামে জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য জুমার দিন যে আট আমল করবেন পাকিস্তানের ধাওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধানের চাকরি গেল আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা র-এর নথি ফাঁস! কাশ্মীর হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ভারতে স্কুলের খাবারে সাপ, অসুস্থ শতাধিক শিশু ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা

মসজিদুল হারামে হাজিদের সেবা দিতে স্মার্ট রোবট স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সৌদি আরবের মসজিদুল হারামে খুতবা ও তেলাওয়াত রোবট চালু করেছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। খুতবা ও কোরআন তেলাওয়াত রোবট শীঘ্রই পবিত্র দুই মসজিদে স্থাপন করা হবে।

সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম ইসলামের পবিত্রতম এ স্থানে ইবদতে ইচ্ছুক হজযাত্রীদের জন্য সর্বাধিক সুবিধা ও পরিষেবা প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির রোবট স্থাপন করা হয়েছে।

সম্প্রতি, দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এ স্মার্ট রোবট চালু করে। যা দেশি ও বিদেশি হাজিদের সেবায় পবিত্র কোরআন তেলাওয়াত ও হারমাইন শরিফাইনের খুতবাগুলো দেখতে বা ডাউনলোড করতে সহায়তা করবে।

গালফ নিউজের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত স্মার্টফোনে পরিষেবাটি ডাউনলোড করতে রোবটের স্ক্রিনে বারকোড ডিসপ্লে স্ক্যান করতে পারবেন খুব সহজে। ব্যবহারকারীরা হজ সম্পর্কিত বিভিন্ন তথ্য যেমন নামাজের ইমাম কে হবেন। মুয়াজ্জিন কে হবেন। সাপ্তাহিক নামাজের সময়সূচীর তথ্য, সাপ্তাহিক শুক্রবারের খুতবা প্রদানকারী ইমামদের নামসহ রোবট স্ক্রিনে কমান্ড চাপতে পারবেন। আর জেনে নিতে পারবেন বিভিন্ন তথ্য।

উন্নত এ স্মার্ট রোবট উদ্বোধনের সময়, পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ ডক্টর আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আস সুদাইস বলেন, সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্যমাত্রায় সৌদির পরিকল্পনা অনুযায়ী হারামাইন শরিফাইনকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত সেবার মাধ্যমে সাজানো। এ স্মার্ট রোবট চালু এটিরই ক্ষুদ্র একটি প্রয়াস। ক্রমান্নয়ে এ উন্নয়ন কাজ চলতে থাকবে। নতুন নতুন সেবা প্রকল্প গ্রহণ করা হবে। নতুন নতুন প্রযুক্তি স্থাপন করা হবে। যেনো হজ ও ওমরাকারী মুসল্লিরা সহজে তাদের ইবাদতে মনোনিবেশ করতে পারে। হজ ও ওমরার কাজগুলো সঠিকভাবে আদায় করতে পারে।

তিনি আরো বলেন, পূর্বে, সৌদি আরব সরকার হারামাইন শরিফাইনে প্রস্তুতিমূলক বেশ কয়েকটি এআই রোবট স্থাপন করেছিলো। ভালোভাবে ও সফলভাবে এ রোবটগুলো সেবা দেয়ায় ব্যাপকভাবে আমরা রোবটসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

হারামাইন শরিফাইনে স্থাপিত অত্যাধুনিক রোবটের মধ্যে রয়েছে পবিত্র কাবার ছাদে জীবাণুমুক্তকরণ ও পরিষ্কার করার রোবট, পবিত্র মসজিদ জুড়ে জম-জমের পানি বিতরণের দায়িত্বে থাকা রোবট। বহুভাষায় কথা বলতে পারা রোবট। যারা বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমদের ভাষা বুঝে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকে। সূত্র: এভাউট ইসলাম, সৌদি প্রেস এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ