শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

ভারতে ‘টমেটো ফ্লু’ নামে নতুন ভাইরাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত যখন করোনা ভাইরাস এবং মাঙ্কিপক্সের সঙ্গে লড়াই করছে, তখনই ‘টমেটো ফিভার’ বা ‘টমেটো ফ্লু’ ভাইরাস উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ভারতে এই ভাইরাসে সংক্রমিত হয়েছে ৮২ জন।

‘দ্য ল্যানসেট রেসপিরেটরি জার্নাল’-এর একটি প্রতিবেদন অনুসারে, প্রাথমিকভাবে কেরালার কোল্লামে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই রোগটির পরিমাণ সবচেয়ে বেশি। গত ৬ মে পর্যন্ত রিপোর্টের ভিত্তিতে এই কথা বলা হয়েছে।

প্রতিবেদন বলা হয়েছে, আমরা কোভিড-১৯-এর চতুর্থ ঢেউয়ের মোকাবিলার জন্য যখন প্রস্তুত হচ্ছিলাম, তখনই অন্য দিকে একটি অন্য সংক্রমণ বাড়তে শুরু করেছিল। টমেটো ফ্লু বা টমেটো জ্বর নামে পরিচিত এই নতুন ভাইরাস ভারতের কেরালা রাজ্যে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই সময়েই সংক্রমণ ঘটাতে শুরু করেছে।
টমেটো ফ্লু যে একেবারেই হালকাভাবে নেওয়ার মতো সংক্রমণ নয়, তা পরিষ্কার করা হয়েছে এই প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংক্রামক এই রোগটি কেরালার আঁচল, আরিয়ানকাভু এবং নেদুভাথুর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই রোগের কারণে আশপাশের রাজ্যগুলোকেও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, তামিলনাড়ু এবং কর্ণাটকের মতো প্রতিবেশী রাজ্য যেন এই বিষয়ে প্রস্তুত থাকে। সেখানেও সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ