শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

আমাদের সামনে ইমরান খান কিছুই না: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে পিডিএম প্রধান মাওলানা ফজলুর রেহমান বলেছেন, আমাদের সামনে ইমরান খান কিছুৃই না। তাকে হুমকি হিসেবে দেখা উচিত নয়।

এ জন্য তিনি বর্তমান জোট সরকারকে ইন্সট্রাকশন বা নির্দেশিকা অনুসরণ করে চলার পরামর্শ দেন। বলেন, তা না হলে তাদের সামনেই সংকট দেখা দেবে।

জিও নিউজকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পিটিআই প্রধান ইমরান খানের মূল্য কি সে বিষয়ে তারা জানেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রয়েছে ‘ইউনিটি অব কমান্ডের’ মর্যাদা।

সেই মোতাবেক তাকে চলার পরামর্শ দেন তিনি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যেসব অনিয়ম বা দুর্নীতি হয়েছে সে বিষয়ে বর্তমান জোট সরকার নীরব- এ বিষয়ে অভিযোগ করেছেন তিনি।

পিটিআই প্রধান ইমরান খান ও জোটগত দলগুলোর মধ্যে ‘কোমল হস্তক্ষেপের’ মাধ্যমে এস্টাবলিশমেন্ট বা সেনাবাহিনী মধ্যস্থতার বিষয়ে মাওলানা ফজলু বলেন, জোট সরকার কোনো ‘কোমল বা কঠিন হস্তক্ষেপ’ মেনে নেয় না।

আমি দেখতে চাই সেনাবাহিনী, জেনারেলরা এবং বিচার বিভাগ নিরপেক্ষ আছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তার নিজস্ব সীমারেখার ভিতরে থাকা উচিত। এ সময়ে সেনাবাহিনী এবং বিচার বিভাগের সমর্থন ছিল ইমরান খানের প্রতি- এ অভিযোগ করেন মাওলানা ফজলু। তবে জোট সরকার ক্ষমতায় আসার পর পরই তারা নিরপেক্ষ আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ