আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার একটি কারাগারে সন্ত্রাসী হামলার পর ছয় শতাধিক বন্দি পালিয়ে গেছেন। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাতে দেশটির রাজধানী আবুজার একটি কারাগারে হামলা চালায় বিদ্রোহী একটি সন্ত্রাসী গোষ্ঠী।
এক নিরাপত্তারক্ষীকে হত্যা করে কারাগারের ভেতরে প্রবেশ করে তারা। পরে, বন্দিদের মুক্ত করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই চলমান অভিযানে এখন পর্যন্ত প্রায় তিনশো বন্দিকে আটকের দাবি করেছে কারা কর্তৃপক্ষ। খবর আনাদলু নিউজ এজেন্সির।
প্রতিরক্ষা মন্ত্রী বশির মাগাশি জানান, আক্রমণকারীরা বোকো হারামের সদস্য হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তারা বড় ধরনের বিস্ফোরক নিয়ে এসেছিল। তবে এগুলোর বিস্ফোরণ ঘটাতে পারেনি তারা। নতুন আরেকটি সেকশনে সন্ত্রাসীরা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের সাহায্যে হামলা চালানোর পর সেনাবাহিনীর বিভিন্ন ট্রুপ সেখানে প্রবেশ করে।
তিনি জানান, পালিয়ে যাওয়া ৩০০ জন বন্দিকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। এদের কেউ কেউ কাছকাছি ঝোপঝাড়ে লুকিয়ে ছিল বলে জানান মাগাশি।
তবে এই মন্ত্রী ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। মঙ্গলবারের ভয়াবহ হামলায় সাধারণ জনগণ ভীত।
-এএ