শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


করোনায় তিতুমীর কলেজ শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। প্রয়াত অধ্যাপক সাইফুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার রাত ২ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম কামাল উদ্দিন হায়দার।

গত সপ্তাহের করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

এদিকে অধ্যক্ষের মৃত্যুর খবর পেয়ে সরকারি তিতুমীর কলেজে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ