শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’ হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ: ধর্ম মন্ত্রণালয় নিজের অজান্তেই ক্যামেরায় ধরা পড়ে পেহেলগামে জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য জুমার দিন যে আট আমল করবেন পাকিস্তানের ধাওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধানের চাকরি গেল আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা র-এর নথি ফাঁস! কাশ্মীর হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ভারতে স্কুলের খাবারে সাপ, অসুস্থ শতাধিক শিশু ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা

ফণীর আঘাতে লণ্ডভণ্ড ওড়িশা, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবল ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশা। লণ্ডভণ্ড করে দেয় পুরী, কটক ও ভুবনেশ্বর শহর। পরে ফণী পশ্চিমবঙ্গের দিকে ছুটে যায়।

শুক্রবার সকালে প্রায় ২০০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে ওড়িশার পুরী উপকূলে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশায় ৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ১১ লাখ মানুষকে সরাতে হয়েছে অন্যত্র। খাবার সরবরাহের জন্য খোলা হয়েছে ৫০০০ গণ রান্নাঘর।

সকালে ওড়িশার গঞ্জাম, খুরদা, পুরী ও জগিসংহপুর জেলার উপকূলবর্তী অঞ্চলে ১.৫ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। সন্ধ্যার পর ঝড় শুরু হয় পশ্চিমবঙ্গ উপকূলের দীঘা, মন্দারমণি ও মেদিনীপুরে। রাতে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় কলকাতাসহ আশপাশের অঞ্চলে।

এদিকে ফণীর প্রভাবে সকাল থেকেই ঝড়ের দাপটে ফুঁসেছে সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে ওড়িশা উপকূলে। বাঁধ উপচে পুরীসহ উপকূলের শহরগুলোয় পানি ঢুকতে শুরু করে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজস্থানের জনসভায় আশ্বাস দিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় আশ্রয় কেন্দ্র তৈরি রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও প্রস্তুত। দুর্গতদের পাশে থাকার সবরকম আশ্বাস দেন তিনি।

প্রাকৃতিক বিপর্যয়ের কারনে মেদিনীপুরে সভা বাতিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দফায় দফায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি। সেখান থেকেই মনিটরিং করছেন পরিস্থিতির। ঝাড়খণ্ডে বাতিল হয়েছে নরেন্দ্র মোদির সভাও।

এদিকে ৬ মে ভারতে লোকসভার পঞ্চম দফার ভোটগ্রহণ। প্রচারের জন্য হাতে আর মাত্র এক দিন বাকি থাকলেও পশ্চিমবঙ্গে সমস্ত প্রচার কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপিসহ সব রাজনৈতিক দল। এ ছাড়া ওড়িশায়ও বিজেপি, বিজেডিসহ অধিকাংশ রাজনৈতিক দলের কর্মসূচি স্থগিত বা বাতিল করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ