শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’ হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ: ধর্ম মন্ত্রণালয় নিজের অজান্তেই ক্যামেরায় ধরা পড়ে পেহেলগামে জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য জুমার দিন যে আট আমল করবেন পাকিস্তানের ধাওয়ায় ভারতের বিমান বাহিনীর উপপ্রধানের চাকরি গেল আগামীকালের মহাসমাবেশে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনা র-এর নথি ফাঁস! কাশ্মীর হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ভারতে স্কুলের খাবারে সাপ, অসুস্থ শতাধিক শিশু ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা

ব্রেইন টিউমার হলে কীভাবে বুঝবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে বিশ্ব জুড়ে ব্রেইন টিউমার মারাত্মক একটি রোগ। অথচ এর লক্ষণ অন্যান্য রোগের মতোই সাধারণ। এজন্য শুরুতে অনেকে বুঝতে পারেন না তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত। এজন্য নিজেকে সতর্ক থাকতে হবে। এই কয়েকটি লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া জরুরী।

দুর্বলতা ও ক্লান্তি
দুর্বলতা ও ক্লান্তি অনেকেরই হয়ে থাকে। তবে এটা কোনও কোনও সময় ব্রেইন টিউমারের লক্ষণ হিসেবে কাজ করে। এজন্য বেশিদিন ধরে দুর্বলতা ও ক্লান্তি চলতে থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

শব্দ গঠনে জটিলতা
শব্দ গঠনের জটিলতা ব্রেইন টিউমারের আরেকটি অন্যতম লক্ষণ। ব্রেইন টিউমার হলে শব্দ গঠন করতে সমস্যা হয়। এছাড়া কোনও কিছুর নাম মনে করার ক্ষেত্রেও জটিলতা দেখা যায়। এজন্য এমন কোনও সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

নিয়মিত মাথাব্যথা
ব্রেইন টিউমার নাকি অন্য কোনও কারণে মাথাব্যথা হচ্ছে- এটা প্রাথমিকভাবে বের করা চিকিৎসকদের জন্য সহজ বিষয় নয়। তারপরও মাথাব্যথার কয়েকটি ধরন ব্রেইন টিউমারের লক্ষণ হতে পারে। যেমন- সকালে ঘুম থেকে ওঠার পরই মাথাব্যথা এবং সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথার পরিমাণ বেড়ে যাওয়া।

দৃষ্টিশক্তি কমে যাওয়া
অনেকেই জানেন না দৃষ্টিশক্তি কমে যাওয়া ব্রেইন টিউমারের লক্ষণ হতে পারে। চিকিৎসকরা বলছেন, দৃষ্টিশক্তি কমে যাওয়ার সাথে ব্রেইন টিউমারের সম্পর্ক রয়েছে। এজন্য এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

এই লক্ষণগুলো থাকলেই ব্রেইন টিউমার হবে এমনটি নয়। তবে এগুলোর মধ্যে একাধিক লক্ষণ দেখা দিলে ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নেয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। সূত্র: রিডার্স ডাইজেস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ