শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

চট্টগ্রামে এক পরিবারের চার নারীকে গণধর্ষণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাড়িতে চার নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষিত নারীদের মধ্যে রয়েছে ৩ গৃহবধু ও ১ ননদ। এক প্রবাসী পরিবারে ডাকাতির পর নারীদের ধর্ষণ করে ডাকাতদলের সদস্যরা।

গত ১২ ডিসেম্বর রাতে গত ১২ ডিসেম্বর মঙ্গলবার কর্ণফুলীর শাহ মীরপুরে এ ঘটনা ঘটে। কিন্তু মামলা নিতে পুলিশ গড়িমসি করায়  গতকাল ঘটনা প্রকাশ পায়।

ঘটনার প্রকাশের পর গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী, র‌্যাব–৭ এর একটি টিম, ডিসি পোর্ট হারুনুর রশিদ হাজারী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম ও কর্ণফুলী থানার ওসি ছৈয়দুল মোস্তফা।

ঘটনার বিবরণে জানা যায়,  গত ১২ ডিসেম্বর মঙ্গলবার কর্ণফুলীর শাহ মীরপুরে প্রবাসীর ঘরে প্রবাসীর ঘরে ডাকাতির পর তিন গৃহবধূসহ চার নারীকে গণধর্ষণ করা হয়েছে। ডাকাতরা ১১ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

ঘটনার পরদিন বুধবার কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করে।

সর্বশেষ বিভিন্ন চাপের মুখে পাঁচ দিন পর রোববার (১৭ ডিসেম্বর) কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ধ্যায় কর্ণফুলী থানার ওসি (তদন্ত) হাসান ইমাম ঘটনাস্থলে বলেন, ডাকাতি ও গণধর্ষণের বিষয়টি নিশ্চিত। ডাকাতি ও গণধর্ষণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হবে।

এদিকে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত পুলিশ ২জনকে গ্রেফতার করতে পেরেছে।

কর্ণফুলী থানার ওসি (তদন্ত) হাসান ইমাম বলেন, ডাকাত দল চারটি কক্ষে গৃহবধূদের ধর্ষণ করে। এ সময় তারা ঘরের দেড় বছরের শিশু ও বৃদ্ধ মহিলাকে ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ কারণে গৃহবধূসহ চার নারী চিৎকার করতে পারেননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ