শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

কাল লেখক, প্রকাশক ও সম্পাদকদের মিলনমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lpeআওয়ার ইসলাম : আগামীকাল বাংলাদেশের ইসলামি ধারার লেখক, প্রকাশক ও সম্পাদকদের মিলনমেলা বসছে। বিশ্ব সাহিত্যকেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সকাল নয়টায় শুরু হবে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ ও লেখক মাওলানা উবায়দুর রহমান খান নদভী এবং উদ্বোধনী ভাষণ দিবেন খ্যাতিমান আলেম লেখক ও নন্দিত কথাশিল্পী মাওলানা যাইনুল আবেদীন। আবিদীন।সম্মিলনী করবেন প্রস্তুতি  কমিটির সদস্য সচিব, হুমায়ুন আইয়ুব।

অনুষ্ঠানটি ইতিমধ্যেই দেশের ইসলামি ধারার লেখক, প্রকাশক ও সম্পাদকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। গত ১৭ মার্চ আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমে খবর প্রকাশিত হলে তা সোস্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া জাগায়। সারা দেশের লেখক, প্রকাশক ও সম্পাদকগণ অনুষ্ঠানের ব্যাপারে বিপুল আগ্রহ প্রকাশক করেন এবং অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

আয়োজকরা মনে করেন, ষোলকোটি মানুষেল ধর্মীয় চাহিদা পূরণে জন্য আলেম লেখিয়েদের গ্রন্থ-রচনা আজ প্রায় যথেষ্ট। আলেমদের প্রকাশনাশিল্পেও রয়েছে সাফল্যগাঁথা অতীত।

অনুষ্ঠানের আয়োজন ও প্রস্তুতি সম্পর্কে প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা ওবায়দুল্লাহ আযহারী বলেন, ‘আলহামদুল্লাহ!আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিথিদের সঙ্গেও যোগাযোগ হয়েছে। আশা করছি, অনুষ্ঠান সুন্দরভাবেই সমাপ্ত হবে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, ‘কালকের আয়োজন বাংলাদেশের ইসলামি লেখালেখি ও সাহিত্যচর্চার ইতিহাসে একটি ব্যতিক্রম দৃষ্টান্ত। এর মাধ্যমে লেখক, প্রকাশক ও সম্পাদকগণ পরস্পরের কাছে আসার সুযোগ পাবেন এবং ইসলামি সাহিত্য গতি বেগবান হবে।’

তিনি অনুষ্ঠানের সর্বাত্মক সাফল্য এবং সকল বন্ধু, সুহৃদ ও সুধীর সহযোগিতা কামনা করেন।

-এআরকে

-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ