বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

জামিয়া ইবরাহীমিয়া আখতারুল উলূম মাদরাসার অসাধারণ সাফল্য


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রঘুনাথপুর (সাইনবোর্ড), ফতুল্লা, নারায়ণগঞ্জে অবস্থিত জামিয়া ইবরাহীমিয়া আখতারুল উলূম মাদরাসা এবং হযরত ক্বারী ইবরাহীম (রহ.) মহিলা মাদরাসা স্বনামধন্য কওমি শিক্ষা প্রতিষ্ঠান। মনোরম পরিবেশ, উন্নত খাবার এবং ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক শাখায় দ্বীনি শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে। মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত শাহ হাকীম মোহাম্মদ আখতার (রহ.)-এর খলিফা মাওলানা মাহমুদুল হাসান উজানী। নায়েবে মুহতামিমের পদে রয়েছেন মুফতি ইসমাইল মাহমুদ উজানী।

 ছাত্র শাখায় পাঠদান করেন অভিজ্ঞ, দ্বীনদার আলেম-উলামাগণ এবং মহিলা শাখায় পাঠদান করেন যোগ্য, অভিজ্ঞ ও পর্দানশীল  শিক্ষিকাবৃন্দ।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত। ইসলামি আদর্শে গড়ে ওঠা জ্ঞানসম্পন্ন, নৈতিকতাসম্পন্ন এবং আল্লাহভীরু প্রজন্ম তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বিভাগসমূহ
ছাত্রদের জন্য:
• নূরানী বিভাগ
• নাযেরা বিভাগ
• হিফজুল কুরআন বিভাগ
• কিতাব বিভাগ (ইবতিদাইয়্যাহ থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত সম্প্রসারণ পরিকল্পনায়)

ছাত্রীদের জন্য:
• পৃথক মহিলা শাখা
• নূরানী, নাযেরা, হিফজ, ফিকহ ও আকিদাভিত্তিক কিতাব শিক্ষা
• আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাসহ নিরাপদ, পর্দানির্ভর পরিবেশ

বেফাক ২০২৫ পরীক্ষার ফলাফল
হিফজুল কুরআন
• পরীক্ষার্থী: ২ জন
• মেধা তালিকায়: ১ জন (৩য় স্থান)
• মুমতায: ১ জন

ইবতিদাইয়্যাহ
• পরীক্ষার্থী: ৪ জন
• মেধা তালিকায়: ২ জন (৩২তম ও ৪১তম স্থান)
• জায়্যিদ জিদ্দান: ১ জন

মুতাওয়াসসিতাহ
• পরীক্ষার্থী: ১ জন
 প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান উজানী বলেন:
“আলহামদুলিল্লাহ! এবছরও অন্যান্য বছরের মতো আমাদের ছাত্ররা শতভাগ পাসসহ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে আরও উন্নতির জন্য আমরা আপনাদের সকলের দোয়া কামনা করছি এবং বর্তমানে আমাদের মাদরাসার একটি দশ তলা ভবন নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। এই বিশাল কাজের সফল বাস্তবায়নের জন্য আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।

যোগাযোগ
মোবাইল: ০১৮১৯-৪৮৬৫৪৬ / ০১৬১৬-৪৮৬৫৪৬
ঠিকানা: রঘুনাথপুর (সাইনবোর্ড), ফতুল্লা, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ