বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ‘ডাক্তার’ পদবি লেখা যাবে না সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক সাবেক এমপি সোলাইমান সেলিম রিমান্ডে জিকির ও আত্মশুদ্ধি উভয়টাই করতে হবে : মাওলানা আবু সাবের আব্দুল্লাহ লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ‘শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের মৌলিক মানবাধিকার’ বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে মহাখালীর সাততলা বস্তিতে তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা

ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান শেখবাড়ী জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) দ্বারা পরিচালিত ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ-এর দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় শেখবাড়ী জামিয়ায় বোর্ডের নির্বাহী পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানীর সঞ্চালনায় ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী। 

জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি বোর্ডের দ্বিতীয় কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের ৪টি জেলায় মোট ২৮টি কেন্দ্রে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় সিলেট বিভাগের ২৪২টি সাবাহী মক্তব থেকে মোট ২১৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় পাসের হার ৯৯.৪৯%।

বর্তমানে বোর্ডের অধীনে প্রায় ১৫ হাজার ছাত্র-ছাত্রী  দ্বীনী শিক্ষাগ্রহণ করছেন। তবে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে প্রতিটি মক্তবের তিন জামাতের (শ্রেণির) বাছাইকৃত শিক্ষার্থীরা।

বোর্ডের নির্বাহী পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানী জানান, বোর্ড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্মিলিত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে প্রতিটি জামাতের শীর্ষ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, বোর্ডসেরা মোট ৩০০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি মক্তবের মুয়াল্লিমদের (শিক্ষক) সম্মাননা হাদিয়া প্রদান করা হবে, যা তাদের উৎসাহ বৃদ্ধিতে সহায়ক হবে।

বোর্ডটি সারাদেশে সম্প্রসারণের করার কাজ চলমান রয়েছে। দ্বীন শিক্ষার এই বুনিয়াদি প্রোগ্রামকে সর্বত্র ছড়িয়ে  দিতে ও এগিয়ে নিতে দেশের সকল দ্বীন-দরদী ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বোর্ডের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ জুলাই ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বোর্ড দ্বীনী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ