রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ।। ২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘শাহবাগের গণজাগরণ মঞ্চ ছিল দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ’ ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ইসলামী আলোচক আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ প্রকাশিত হচ্ছে আল্লামা মাহমুদুল হাসানের ‘হাসানুল ফতোয়া’ তাড়াইলে মাদক-জুয়া ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আলেমদের সমাবেশ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, দ্রুতই রোডম্যাপ : ড. ইউনূস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পূর্ণাঙ্গ ভাষণ যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শনিবার বাংলাদেশ সফরে এলেন দেওবন্দের উস্তাদ মুফতি ফখরুল ইসলাম এলাহাবাদী আগামীকাল শরীফগঞ্জে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী বেফাক-হাইআয় ৮২৫ কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করল খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ

বেফাক-হাইআয় ৮২৫ কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করল খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দ শিক্ষাবর্ষে আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় জামিয়া কুরআনিয়া বকচর মাদরাসার মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

যশোর জেলাধীন কওমী মাদরাসা সমূহ থেকে ৫১৪ জন ছাত্র এবং ৩১১ জন ছাত্রী মোট ৮২৫ জন মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সহ-সভাপতি মাওলানা আবু তলহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।

বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ যশোর জেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল মান্নান, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা রশিদ আহমাদ বিন ওয়াক্কাস, মাওলানা নাজির উদ্দীন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা শওকত হোসাইন, মুফতি শামসুর রহমান, মুফতি মাহমুদুল হাসান, মুফতি কামরুল আনোয়ার নাইম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আব্দুর রাজ্জাক প্রমুখ নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ