বুধবার, ০১ মে ২০২৪ ।। ১৮ বৈশাখ ১৪৩১ ।। ২২ শাওয়াল ১৪৪৫


রাজধানীর জামিয়া দ্বীনিয়া শামসুল মাদরাসায় ভর্তি শুরু শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর মতিঝিল কলোনীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম (পীরজঙ্গী) মাদরাসায় একাধিক বিভাগে ভর্তি কার্যক্রম ও ফরম বিতরণ শুরু হতে যাচ্ছে আগামী ১০ শাওয়াল (২০ এপ্রিল) শনিবার।

আগ্রহী তালিবে ইলমদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদীন, আকাবিরে দেওবন্দ ও আসলাফের ইলম-আমল, চিন্তাধারার ধারক-বাহক উলামায়ে রব্বানী গড়ে হিসেবে তোলা এবং যুগ-সচেতন আলেম তৈরি করায় জামিয়ার লক্ষ্য বলে জানান জামিয়ার মুহতামিম মুফতি আব্দুল হাফিজ কাসেমি।

তিনি আরো বলেন, উস্তাদগণ শুধু ছাত্রদের পড়ালেখা নয় বরং সার্বক্ষণিক তারবিয়াত ও আমল আখলাকের দিকে খেয়াল রাখেন।

জামিয়ার বিভাগসমূহ-

♦ আত্তাখাসসুস ফিল ফিকহিল ইসলামি (ইফতা বিভাগ) এক বছর

♦ কিতাব বিভাগ (ইবতেদাইয়্যাহ থেকে দাওরায়ে হাদিস)

♦ নুরানী-নাজেরা বিভাগ (১ম, ২য় ও ৩য় শ্রেণি)

♦ হিফজুল কুরআন বিভাগ

ফরম প্রদান-

■ মাও. যাকারিয়া ফেরদাউস ■ মাও. ওমর ফারুক (কাদীম) ■ মাও. মুআল্লিমুল ইসলাম

আমল আখলাক সংক্রান্ত রিপোর্ট প্রদান করবেন-

■ মাও. ওয়াহীদুর রহমান ■ মাও. আব্দুল আখির ■ মাও. মুআল্লিমুল ইসলাম

■ মাও. ওমর ফারুক (জাদীদ)

পুরাতন ছাত্রদের নম্বর প্রদান করবেন-

■ মাও. আবু নাঈম ■ মাও. ওমর ফারুক জাদীদ

ভর্তির সময়: সকাল ৮-১২.৩০ পর্যন্ত

ভতি সংক্রান্ত ফি-

ভর্তি ফরম: ১০০/-

ভর্তি ফি: ২৪০০/-

পাঠাগার ফি: ৫০/-

বোডিং সংক্রান্ত-

খানাজারী ফরম: ১০০/-

মাসিক ফুল খানা: ২৩০০/-

মাসিক হাফ খানা: ১৮০০/-

ইমদাদী খানাজারী এককালীন: ২৯০০/-

সকালের নাস্তা: ৬০০/-

অন্যান্য-

কুতুবখানা ফরম: ১০০/-

বার্ষিক এককালিন বিদ্যুৎবিল: ৬০০/-

হিফজ বিভাগের মাসিক বেতন: ৪০০/-

মকতব বিভাগের মাসিক বেতন: ৩০০/-

ইমদাদী খানার নম্বর-

ইফতা-মিশকাত: ৫৫%

জালালাইন-কাফিয়া: ৬৫%

হেদায়েতুন্নাহু-মিযান: ৭০%

জ্ঞাতব্য: ভর্তির সময় প্রত্যেক ছাত্রের আইডি কার্ড / জন্ম নিবন্ধনের এক কপি ফটোকপি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি ফরমের সাথে জমা দিতে হবে।

যোগাযোগ: +8801610561194 (নাজেমে তালিমাত)

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ