রাজধানীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল্লামা শামসুল হক রহ. মাদরাসায় ১৪৪৫-৪৬ হিজরি শিক্ষাবর্ষের ফরম বিতরণ ও ভর্তিপরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বুধবার ( ১৭ এপ্রিল ) সকাল ৮:০০ থেকে।
আগ্রহী তালিবে ইলমদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।
জানা যায়, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরীদপুরী ( সদর সাহেব হুজুর ) রহ. এর আদর্শে অনুপ্রাণিত হয়ে হযরতের নামে মাদরাসাটি প্রতিষ্ঠিত করা হয়েছে।
মাদরাসাটির অন্যতম একটি বৈশিষ্ট হলো- জামাতুল হুফফায।যার মাধ্যমে মেধাবী পরিশ্রমী হাফেয ছাত্ররা মাদানী নেসাবের সমন্বয়ে এক বছরেই ৩ জামাত পড়ার এবং পরবর্তী বছরে নাহবেমীর জামাতে ভর্তির যোগ্য হয়ে গড়ে উঠবে।
ভর্তি শুরু: ৮ শাওয়াল ( ১৭ এপ্রিল )
সবক শুরু: ১৪ শাওয়াল
মাদরাসার চলমান বিভাগ সমূহ-
■ ইফতা বিভাগ ( এক বছর মেয়াদী, ফিকহ ও উসুলুল ফিকহের সমন্বয়ে )
■ কিতাব' বিভাগ ( মেশকাত পর্যন্ত )
■ হিফয ও হিফয শুনানি বিভাগ
■ নাযেরা ও নূরানী বিভাগ
জামাতুল হুফফায এর বৈশিষ্ট্যসমূহ-
>প্রতিদিন নামাযের বাইরে ২ পারা এবং তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্তের সুন্নাতে ১ পারা তিলাওয়াতের তদারকি
>আরবী, বাংলা, ইংরেজী সুন্দর হস্তলিপির প্রতি গুরুত্বারোপ আরবী ও ইংরেজীতে কথোপকথন, বক্তৃতা ও লেখনীর প্রতি সবিশেষ গুরুত্বারোপ
>বার্ষিক পরীক্ষার পর থেকে ক্লাস শুরু হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ের বিশেষ মূল্যায়ন
>বাংলা, ইংরেজী, গণিত, ভূগোল, সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান গুরুত্বসহকারে পাঠদান
>পর্যাপ্ত আলো-বাতাস ও খোলামেলা পরিচ্ছন্ন পরিবেশ
>তিনবেলা স্বাস্থ্য ও রুচিসম্মত সুষম খাবার পরিবেশন
>সার্বক্ষণিক বিদ্যুৎ এর ব্যবস্থা
>গরীব ছাত্রদের জন্য বিশেষ বিবেচনা
মাদরাসার শাখা সমূহ-
১ নং শাখা- আল্লামা শামসুল হক রহ. মাদরাসা।
২৩৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা ( যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে ২৫০ গজ দক্ষিণে )
২ নং শাখা নিজস্ব ক্যাম্পাস
পলাশপুর, আব্দুল্লাহপুর কেরাণীগঞ্জ, ঢাকা
৩নং শাখা ‘নৈশ মাদরাসা’
১ম থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত
■ স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য রাত্রিকালীন দ্বীনি ইলম হাসিলের সু-ব্যবস্থা
■ ৭ বছরে দাওরায়ে হাদিস ( সপ্তাহে ৪ রাত ক্লাস )
■ প্রয়োজনে থাকা খাওয়ার সু-ব্যবস্থা
ঠিকানা: যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে ২০০ গজ দক্ষিণে ৩০৯/সি, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা
৪ নং শাখা- ফরজে আইন ( আফটার স্কুল মুনাজ্জাম মক্তব )
স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত, দিনমজুরসহ যে কোনো পেশার যে কোনো বয়সের দ্বীনী ভাইদের জন্য অল্পদিনে যখনই সুযোগ হয় তখনই ফরজে আইন পরিমাণ ইলম হাসিলের সুব্যবস্থা।
ঠিকানা: রসুলপুর শাহী মসজিদের পশ্চিমে ১০৭ রসুলপুর, দনিয়া যাত্রাবাড়ী, ঢাকা।
হিফয বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কেন্দ্রীয় সিনিয়র প্রশিক্ষক হাফেয কারী মাওলানা সায়ীদুর রহমান (যশোরী হুযুর)
ইফতা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন- বিশিষ্ট উসুলবীদ ও মাসনা মাদরাসার মুহতামিম মুফতী ইয়াহইয়া
যোগাযোগ: আল্লামা শামসুল হক রহ. মাদরাসা, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা।
০১৭১৫ ৩৮৪৯৭৬ (মুহতামিম) ০১৯১৯ ১৯৫২২৮ (অফিস)
ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/shamsulhaquerh.madrasa?mibextid=ZbWKwL
ওয়েবসাইট: https://shamsulhaquemadrasa.com
এনএ/