শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঐতিহ্যবাহী শেখবাড়ী জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) ছদারতে পরিচালিত ‘ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ-এর প্রথম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে।

 ২১শে মার্চ-২০২৪ ঈ. মুতাবেক ১০ই রমজান ১৪৪৫ হিজরী বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয় শেখবাড়ী জামিয়ায় সকাল ১১ ঘটিকায় এই ফলাফল প্রকাশ করা হয়।

জানা যায়, ‘বিগত ২০ ফেব্রুয়ারি-২০২৪ বোর্ডের প্রথম কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের চারটি জেলায় মোট ২৪টি সেন্টারে একই দিনে মৌখিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়’।

কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী মক্তবের সংখ্যা ১৮০ টি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪৫০ জন। পাশের হার ৯৬.৯৬।

বর্তমানে বোর্ডের অধীনে আট হাজারের বেশি ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। কিন্তু কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে প্রত্যেক মক্তবের তিন জামাতের (শ্রেণীর) বাছাইকৃত তিনজন করে মোট ৯জন শিক্ষার্থী। সম্মিলিত মেধা তালিকা ঘোষণা করা হয়েছে প্রত্যেক জামাতে সেরা ১০ জন।

বোর্ডসেরা ৪৮ জনকে এবারের পরীক্ষায় পুরস্কৃত করা হবে। পাশাপাশি মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের গর্বিত মুয়াল্লিম (শিক্ষকগণ)কে সমান হারে পুরস্কৃত করা হবে।

ফলাফলের শীর্ষে থাকা তিনটি মক্তবের সভাপতি/মোতাওয়াল্লি সাহেবকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

এছাড়াও মারকাজ ভিত্তিক ফলাফলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।

বোর্ডটি সারাদেশে সম্প্রসারণের করার কাজ চলমান রয়েছে। দ্বীন শিক্ষার এই বুনিয়াদি প্রোগ্রামকে সর্বত্র ছড়িয়ে  দিতে ও এগিয়ে নিতে দেশের সকল দ্বীন-দরদী ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বোর্ডের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ