|| হাসান আল মাহমুদ ||
নোয়াখালী-লক্ষ্মীপুর জেলার আঞ্চলিক বোর্ড জমইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ বাংলাদেশ-এর মারকাজী পরীক্ষা-২০২৪ আরম্ভ হয়েছে।
জানা যায়, ১১ শাবান ও ১৩ শাবান ১৪৪৫হিজরী মোতাবেক ২২ ফেব্রুয়ারী ২০২৪ঈসায়ী আজ বৃহস্পতিবার পরীক্ষা শুরু হয়েছে।
বোর্ডটির সহকারী প্রচার সম্পাদক মুফতি নুর হুসাইন আওয়ার ইসলামকে জানান, ‘বেলা সাড়ে ৯ টা পরীক্ষা শুরু হয়েছে। জোহরের আগে এক বিষয়ে পরীক্ষা হয়েছে। জোহরের পরে আরেক বিষয়ে হবে।
তিনি বলেন, ‘আমাদের এই আঞ্চলিক বোর্ডটিতে মোট চার বিষয়ে পরীক্ষা হয়। তন্মধ্যে আজ বৃহস্পতিবার দুই বিষয়ে হয়েছে। আর বাকি দুই বিষয় আগামী শনিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
বোর্ড কর্তৃপক্ষ আরো জানায়, জমইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর, বাংলাদেশ-এর মারকাজী ইমতিহান এ বছর মোট পাঁচটি মারকাজে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে-
মারকায ০১. আল জামিয়াতুল ইসলামিয়া মাইজদী, নোয়াখালী, বাংলাদেশ। এতে জামাতে হাফতুম (হেদায়াতুন্নাহু) ৪২৯জন, জামাতে হাশতুম (নাহ্বেমীর) ৩৬৬ জন এবং জামাতে নুহুমে (মিযান) ৯০০ জন। জামিয়া মারকাযে মোট পরীক্ষার্থী সংখ্যা ১৬৯৫ জন।
মারকায ০২. জামিয়া ওসমানিয়া দশানী টবগা, চাটখিল, নোয়াখালী। এতে জামাতে হাফতুম (হেদায়াতুন্নাহু) ১১৩জন, জামাতে হাশতুম (নাহ্বেমীর) ৬৬ জন এবং জামাতে নুহুমে (মিযান) ১৬১ জন মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৪০জন।
মারকায ০৩. জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিসি বটতলী, লক্ষ্মীপুর। এতে জামাতে হাফতুম (হেদায়াতুন্নাহু) ৭৩জন, জামাতে হাশতুম (নাহবেমীর) ৪৬ জন এবং জামাতে নুহুমে (মিযান) ১৩৫ জন মোট পরীক্ষার্থী সংখ্যা ২৫৪ জন।
মারকায ০৪. মাদ্রাসা-ই-ইশা‘আতুল উলূম লুধুয়া, রায়পুর, লক্ষ্মীপুর। এতে জামাতে হাফতুম (হেদায়াতুন্নাহু) ৩২জন, জামাতে হাশতুম (নাহবেমীর) ১৫ জন এবং জামাতে নুহুমে (মিযান) ৬০ জন মোট পরীক্ষার্থী সংখ্যা ১০৭ জন।
মারকায ০৫. জামিয়া ইসলামিয়া কলাকোপা করুনানগর, রামগতি, লক্ষ্মীপুর। এতে জামাতে হাফতুম (হেদায়াতুন্নাহু) ৩৩জন, জামাতে হাশতুম (নাহবেমীর) ২০ জন এবং জামাতে নুহুমে (মিযান) ৬৪ জন মোট পরীক্ষার্থী সংখ্যা ১১৭ জন।
সর্বমোট পরীক্ষার্থী সংখ্যা : জামাতে হাফতুম (হেদায়াতুন্নাহু) ৬৮০জন, জামাতে হাশতুম (নাহ্বেমীর) ৫১৩ জন এবং জামাতে নুহুমে (মিযান) ১৩২০ জন সর্বমোট পরীক্ষার্থী ২৫১৩জন।
হাআমা/