সিলেটের কওমি মাদরাসা বোর্ড আযাদ দ্বীনী এদারার হিফয বিভাগের কেন্দ্রীয় পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি এবং কিতাব বিভাগের পরীক্ষা ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।
বোর্ডটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের প্রাচীনতম কওমি মাদরাসা বোর্ড সিলেটের আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ-এর ১৪৪৪/৪৫ হিজরি শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষা আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৩ দিনে হিফযুল কুরআন-এর পরীক্ষা এবং ২২ ফেব্রুয়ারি থেকে ৮ দিনে কিতাব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হিফয বিভাগে ১৬৯৬ জন ছাত্র/ছাত্রী, এবং কিতাব বিভাগের ফযিলত (স্নাতক) স্তরে ২২০২ জন, সানা. উলয়া (উচ্চ মাধ্যমিক) স্তরে ২৬১৫ জন, সানা. আম্মাহ (মাধ্যমিক) স্তরে ১১৬৬ জন, মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) স্তরে ৩০৪৭ জন, ইবতেদায়ি (প্রাথমিক) স্তরে ৬০৮৫ জন এবং নূরানী স্তরে ৬৬৬৭ জন, সকল স্তরে সর্বমোট ২৩২৬৯ জন ছাত্র/ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠেয় পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলায় সর্বমোট ১৪৭ টি কেন্দ্রে ৭২১ জন নেগরান দায়িত্ব পালন করবেন।
কেএল/