টাঙ্গাইলের সখীপুরে ৭ বছর বয়সী ঘুমন্ত এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় সোমবার রাতেই সাব্বির (২১) নামের এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সখীপুর থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে।
সাব্বির ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।
তিনি সখীপুর পৌর এলাকার মহিলা কলেজ সড়কের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থেকে কাঠমিস্ত্রির কাজ করেন।
ভুক্তভোগী ওই শিশুর পরিবার জানায়, রাতে শিশুটির মা তাকে ঘরে শুইয়ে রেখে পাশের ঘরে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন তার মেয়ে বিছানায় নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে থানায় হয়।
পরে রাতে মেয়েটি একাই ফিরে আসে। সে পরিবারকে জানান, সাব্বির তাকে তুলে নিয়ে গিয়েছিল। পরে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ জানান, সাব্বিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
তাকে আদালতে সোপর্দ করা হবে।
এনএইচ/