মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ।। ১৪ মাঘ ১৪৩১ ।। ২৮ রজব ১৪৪৬


মৌলভীবাজারে ইমাদুদদীন অ্যাকাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
Zamil Amod

ইসলামী শিক্ষার সমন্বয়ে বিশ্বমানের স্কুল—ইমাদুদদীন অ্যাকাডেমি নতুন শিক্ষাবর্ষের প্রথম অভিভাবক সমাবেশ সম্পন্ন করেছে। আজ ২৬ জানুয়ারি ২০২৫ রোববার দুপুরে মৌলভীবাজার শহরের চুবড়া রোডস্থ ক্যাম্পাসে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ইঞ্জিনিয়ার আবুল হোসাইনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ব্যরিস্টার মাহফুজ ইসলাম, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ, ইঞ্জিনিয়ার গাজি হাবীবুল্লাহ।

স্বাগত বক্তব্যে অ্যাকাডেমির ফাউন্ডার ও প্রিন্সিপাল বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা হামমাদ রাগিব প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য ও নতুন বছরের শিক্ষাপরিকল্পনা উপস্থাপন করেন এবং অভিভাবকদের কাছ থেকে মুক্ত মতামত গ্রহণ করেন।

অতিথির বক্তব্যে ব্যরিস্টার মাহফুজ ইসলাম বলেন, ইমাদুদদীন অ্যাকাডেমির শিক্ষাকারিকুলাম এবং এর ফাউন্ডারের চিন্তার সুবিন্যস্ততা অত্যন্ত সুন্দর, গোছানো এবং ব্যতিক্রম। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি বহুদূর এগিয়ে যাবে।

মাওলানা মাজদুদ তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, ইমাদুদদীন অ্যাকাডেমির কম্বাইন্ড সিলেবাস শিশুদেরকে দুনিয়াবি সচেতনতা প্রদানের পাশাপাশি দ্বীন শেখানোর যে মেহনত শুরু করেছে, ইনশাআল্লাহ, তা যুগান্তকারী ফলাফল বয়ে আনবে। এবং এর সওয়াব কেবল অ্যাকাডেমি কর্তৃপক্ষই নয়, অভিভাবক মহলও প্রাপ্ত হবেন।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবুল হোসাইন মুগ্ধতা প্রকাশ করে বলেন, ইমাদুদদীন অ্যাকাডেমির এই প্রচেষ্টা যথেষ্ট ফলদায়ক হবে বলে আমার বিশ্বাস। কেননা, সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে অভিভাবক হিসাবে আমাদের প্রথম কর্তব্য হলো ভালো মানুষ বানানো। ইমাদুদদীন অ্যাকাডেমির কারিকুলাম সে কাজটাই করবে, এবং কেবল ভালো মানুষই বানাবে না সময়ের সাথে এগিয়ে যাওয়া একজন ভালো মুসলিম হিসেবেও গড়ে তুলবে।

মৌলভীবাজার জেলার বিশিষ্ট আলেম মাওলানা ফজলুর রহমান শায়খে মৌলভীচকীর দুআ ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ