কিশোরগঞ্জ শহর প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ, কিশোরগঞ্জ সদর শাখার উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
৭ জানুয়ারি বিকাল ৪ ঘটিকায় এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সদর সভাপতি মাওলানা এ বি এম ইমদাদুল্লাহ বলেন, প্রচন্ড শীতে মানুষের কষ্ট লাঘব করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা ধারাবাহিক কর্মসূচি রেখেছি, আজ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। পরবর্তী অন্য স্থানে বিতরণ করা হবে। মানুষের প্রয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় প্রস্তুত।
উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর সেক্রেটারি সাদিকুল ইসলাম সাদিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, জেলা সেক্রেটারি জননেতা রুকন উদ্দিন, জেলা দফতর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম সদস্য মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমাদ,জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাআমা/