শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি বরিশালবাসীর এবার খুলনায় ‘মার্চ ফর গাজা’ শ্রমিক মজলিসের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক এরশাদ ‘নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সম্ভব নয়’ ৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব

৬ মাসে কুরআন হিফজ করলেন ৯ বছরের হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা দারুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৯ বছরের বয়সী শিক্ষার্থী মো. হোসাইন আহমেদ মাত্র ৬ মাসে পবিত্র গ্রন্থ আল-কুরআন হিফজ করে আলোড়ন সৃষ্টি করেছেন।

তার এ অর্জনে মাদরাসা কর্তৃপক্ষ জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে পাগড়ি প্রদান করেন।

শিশুটির এ অর্জনে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল জব্বার, দুই ওস্তাদ হাফেজ মনজুর আহমেদ ও হাফেজ মো.রিফাত হোসেন এর কৃতিত্ব রয়েছে।

তারা জানান, হোসাইন আহমেদ খুবই মেধাবী ও উদ্যমী। মাত্র এক বছর হয়েছে সে মাদরাসায় ভর্তি হয়েছে। এরইমধ্যে কায়দা, আমপারা শেষ করে ৬ মাসেই কুরআনের হিফজ সম্পূর্ণ করেছে।

তারা আরো জানান, গত এক বছর আগেও হোসাইন, বড়কান্দা আইডিয়াল স্কুল থেকে দ্বিতীয় শ্রেনীতে ‘গোমতী কিন্ডার গার্ডেন এসোসিয়েশন’-এর  ট্যালেন্টপুলে বৃত্তি পায়। পরে তার বাবার স্বপ্ন ও ইচ্ছা পূরণে তাকে মাদরাসায় ভর্তি করা হয়। 

হোসাইন আহমেদ উপজেলার বড়কান্দা গ্রামের রাজমিস্ত্রীর কন্ট্রাক্টর মো.মামুন মিয়ার পুত্র।

তার বাবা জানান, ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন ছিল। তাই স্কুল থেকে মাদরাসা দিয়েছে কুরআন পড়ার জন্য। মাত্র ৬ মাসে বাবার স্বপ্ন পূরণ করেছে সে। তার এ অর্জনে পুরো পরিবার মুগ্ধ।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ